রাজ্যের ভোটার তালিকা সংক্রান্ত সংশোধনী প্রক্রিয়ায় (SIR) বড়সড় আপডেট নিয়ে এলো মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তর। এবার এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটালি আপলোড করার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
ভুল সংশোধনের নতুন সুযোগ
পূর্বে এনুমারেশন ফর্মের তথ্য আপলোডে কোনো ভুল হলে তা সংশোধনের ব্যবস্থা ছিল না। এবার নতুন নিয়মে ভোটার তালিকায় নাম ও তথ্য আপলোডের ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়, তাহলে তা ঠিক করার সুযোগ দেওয়া হলো।
-
দায়িত্ব পরিবর্তন: এই সংশোধনের দায়িত্ব বা সুযোগ পূর্বে বিএলও (BLO) আধিকারিকদের দেওয়া ছিল না। এবার সেই সুযোগ দেওয়া হল, যাতে কাজে আরও স্বচ্ছতা আসে।
-
সময়সীমা: এই সংশোধনীর কাজ আগামী ১১ই ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ বদল
রবিবার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পরিবর্তন করার কথা জানিয়েছে:
| প্রক্রিয়া | আগের তারিখ (২৭ অক্টোবর) | নতুন তারিখ (৩০ নভেম্বর) |
| এনুমারেশন ফর্ম আপলোড | ৪ নভেম্বর – ৪ ডিসেম্বর | ১১ ডিসেম্বর পর্যন্ত |
| খসড়া তালিকা প্রস্তুতি | ৯ ডিসেম্বর | ১২ ডিসেম্বর – ১৫ ডিসেম্বর |
| খসড়া তালিকা প্রকাশ | ৯ ডিসেম্বর | ১৬ ডিসেম্বর |
| অভিযোগ জানানোর সময় | ৯ ডিসেম্বর – ৩১ জানুয়ারি | ১৬ ডিসেম্বর – ১৫ জানুয়ারি |
| চূড়ান্ত তালিকা প্রকাশের অনুমতি | ৭ ফেব্রুয়ারি (চূড়ান্ত প্রকাশ) | ১০ ফেব্রুয়ারির মধ্যে (অনুমতি) |
| চূড়ান্ত তালিকা প্রকাশ | ৭ ফেব্রুয়ারি | ১৪ ফেব্রুয়ারি |
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এনুমারেশন ফর্ম জমা এবং কমিশনের ওয়েবসাইটে তা আপলোড করার কাজ ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সমস্ত অভিযোগ ও শুনানি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।