রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে এমনিতেই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবদ্বীপ হাসপাতাল রোড এলাকার এক পরিত্যক্ত জায়গা থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
ডুপ্লিকেট কার্ড নিয়ে প্রশ্ন
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে বেশ কয়েকটিতে স্থানীয় বাসিন্দাদের নাম লেখা রয়েছে। কিন্তু স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, প্রত্যেকের আসল ভোটার কার্ড বাড়িতেই রয়েছে। একই নামের এত ডুপ্লিকেট ভোটার কার্ড রাস্তায় কীভাবে এল, সেই প্রশ্ন উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাজনৈতিক তরজা: চক্রান্ত না ভয়
নবদ্বীপের পরিত্যক্ত এলাকায় কীভাবে এই কার্ডগুলি এল, কে বা কারা এই কাজ করল, তা নিয়ে তদন্ত শুরু হলেও, রাজনৈতিক দোষারোপ শুরু হয়ে গিয়েছে।
বিজেপি-র অভিযোগ: স্থানীয় বিজেপি নেতা অমর দেবনাথ সরাসরি রাজ্যের শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তিনি দাবি করেন, “SIR চলাকালীন রাজ্যের শাসকদল এই ঘটনা ঘটিয়েছে। তারা ভয় পেয়েই এই পথ বেছে নিয়েছে।” তিনি আরও বলেন, এই ঘটনার জবাবদিহি তৃণমূলকেই করতে হবে।
তৃণমূলের পাল্টা দাবি: অন্যদিকে, নবদ্বীপ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টুলাল দাস বিজেপির অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বরং এটি বিজেপির চক্রান্ত বলেই মনে হচ্ছে।” তিনি দাবি করেছেন, ভোটার কার্ড সংক্রান্ত বিষয়টি নির্বাচন কমিশনের আওতাভুক্ত, তাই ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত।
নবদ্বীপ থানার পুলিশ এই কার্ডগুলির উৎস এবং এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে।
তথ্য সূত্র ও ছবি: এইসময়