রাস্তার খারাপ অবস্থার কারণে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বেহাল রাস্তায় স্কুটার থেকে পড়ে গিয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়েছে প্রশাসন।
শুক্রবার রাতে ভিওয়ান্ডির বানজারপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।চিকিৎসক নাসিম আনসারি কাজ থেকে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন।রাস্তার বড় গর্তে (খানাখন্দ) পড়ে তিনি স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় ছিটকে পড়েন।ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি ট্রাকের চাকার নিচে তিনি পিষ্ট হন।ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শহরের একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার মেরামতের কাজ চলায় সব যানবাহন এই খারাপ রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তাটি এমনিতেই খারাপ, তার ওপর ভারী ট্রাক চলাচল করার কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে গিয়েছিল। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুরসভা এই রাস্তাটি মেরামত করেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এই ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তার বেহাল অবস্থা ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাদের দাবি, প্রশাসনের গাফিলতির কারণেই এমন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে।