বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে, SIR-কে অনুব্রতর সমর্থন, কঠোর সমালোচনা করে মুখ খুললেন কাজল শেখ

জাতীয় নির্বাচন কমিশন ঘোষিত এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে যখন রাজ্যজুড়ে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) প্রতিবাদ জানাচ্ছে, ঠিক তখনই ভিন্ন পথে হেঁটে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এই প্রক্রিয়াকে সমর্থন করা বা নীরব থাকা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নিয়ে অনুব্রতর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বেলাগাম আক্রমণ শানিয়েছেন তৃণমূলেরই আরেক প্রভাবশালী নেতা কাজল শেখ (Kajal Sheikh)।

অনুব্রতর বিরুদ্ধে কাজল শেখের অভিযোগ
সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে রাজ্যের বহু মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে বলে যখন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রতিবাদ জানাচ্ছেন (যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন), তখন অনুব্রত মণ্ডলের এই ‘সমর্থন’ বা নীরব অবস্থান দলের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক।

অনুব্রত মণ্ডলের এমন অবস্থানের বিরুদ্ধেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কাজল শেখ। তাঁর অভিযোগ, অনুব্রত মণ্ডলের এই অবস্থান দলের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে এবং সাধারণ মানুষের ভোটদানের অধিকারের প্রতি উদাসীনতা প্রকাশ করে।

কাজল শেখের মতে, এই প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারে বলে যখন তৃণমূল প্রচার করছে, তখন বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলার শক্তিশালী নেতার এমন ভিন্ন মত বা নীরবতা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি প্রকাশ্যে অনুব্রত মণ্ডলের এই আচরণের তীব্র নিন্দা করে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

বীরভূমে রাজনৈতিক চাঞ্চল্য
উল্লেখ্য, বর্তমানে অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকলেও বীরভূমের রাজনীতিতে তাঁর প্রভাব এখনও অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে এই দুই নেতার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চললেও, দলের মূলনীতির প্রশ্নে অনুব্রত মণ্ডলের এমন ভিন্ন অবস্থানকে হাতিয়ার করে কাজল শেখের এই ‘বেলাগাম আক্রমণ’ বীরভূমের রাজনৈতিক মহলকে ফের একবার সরগরম করে তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসআইআর-এর মতো সংবেদনশীল ইস্যুতে দলের অন্দরে এই প্রকাশ্যে মতপার্থক্য লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে আরও স্পষ্ট করে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy