দূষণের বিরুদ্ধে প্রশাসনের একাধিক উদ্যোগ, ক্লাউড সিডিংয়ের ব্যর্থ চেষ্টা এবং পুরনো গাড়ির প্রবেশ নিষিদ্ধ করেও পরিস্থিতি সামাল দেওয়া গেল না। শুক্রবার বিকেলে দূষণ কিছুটা কমলেও, রবিবার সকাল হতেই ফের মারাত্মকভাবে খারাপ হল রাজধানী দিল্লির বাতাসের মান।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টায় দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়ায় ৩৭১, যা আগের দিনের ২১৮-এর তুলনায় অনেকটাই বেশি। ফলে শহরের বায়ুমান নেমে এসেছে ‘খুব খারাপ’ (Very Poor) পর্যায়ে।⚠️ একাধিক এলাকায় ‘মারাত্মক’ সতর্কতাদিল্লির একাধিক এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। কিছু জায়গায় AQI ৪০০ ছাড়িয়ে ‘অত্যন্ত মারাত্মক’ (Severe) স্তরে পৌঁছেছে।এলাকাএয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)স্তরওয়াজিরপুর৪৩২মারাত্মক (Severe)বুরাড়ি৪১০মারাত্মক (Severe)চাঁদনি চক৪০৭মারাত্মক (Severe)দ্বারকা সেক্টর-৮৪০১মারাত্মক (Severe)মুণ্ডকা৪০১মারাত্মক (Severe)আনন্দ বিহার৩৮৪খুব খারাপ (Very Poor)জওহরলাল নেহরু স্টেডিয়াম৩৮৬খুব খারাপ (Very Poor)নর্থ ক্যাম্পাস৩৭৫খুব খারাপ (Very Poor)ওখলা ফেজ-২৩৭৭খুব খারাপ (Very Poor)পুসা৩৯৯খুব খারাপ (Very Poor)লোধি রোড৩০৬খুব খারাপ (Very Poor)আইটিও৩০৭খুব খারাপ (Very Poor)দিল্লির পাশের শহর নয়ডা (Noida)-তেও AQI ৩৪৮ এবং গুরুগ্রাম (Gurugram)-এ ৩৫০, দুটিই ‘খুব খারাপ’ শ্রেণিতে রয়েছে।🌫️ হালকা কুয়াশা ও ‘ধোঁয়াশা’মৌসম ভবনের (IMD) তথ্য বলছে, রবিবার সকালে হালকা কুয়াশা ও দূষণের ধোঁয়ার মিশ্রণে দিল্লিতে ‘ধোঁয়াশা’ তৈরি হয়েছে, যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু স্থির থাকলে এবং দূষণ স্তর উঁচু হলে এমন পরিস্থিতি তৈরি হয়, যা সূর্যের আলো ও বাতাসের প্রবাহ দুটোই বাধা দেয়।এই বিষাক্ত বাতাস বর্তমানে বৃদ্ধ, শিশু ও শ্বাসকষ্টে ভোগা মানুষজনদের জন্য চরম বিপদ ডেকে আনছে।
Home
OTHER NEWS
বিপদসীমা ছুঁল দিল্লির বাতাস! ওয়াজিরপুরে দূষণ সূচক ৪৩২, কী কারণে প্রশাসনের সব উদ্যোগ ব্যর্থ হলো?
Related Posts
জয়নগরের হাতছাবড়ি গ্রামে মর্মান্তিক ঘটনা, মেলা কমিটি পাশে থাকার আশ্বাস দিলেও কান্নায় ভেঙে পড়ল কুলতলির পরিবার
“আমেরিকা ও চিনের সম্পর্ক এত ভালো কখনও ছিল না”! দক্ষিণ চীন সাগরে সতর্ক করার পরই উল্টো সুর মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথের
SIR-এর ময়দানে এবার মুখোমুখি র্যালি! মমতা-অভিষেকের কর্মসূচির পাল্টা ‘পাল্টা র্যালি’ ঘোষণা শুভেন্দু অধিকারীর