২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার ১৫ বছর পর সেই ভয়াবহ সময়ের এক গোপন তথ্য ফাঁস করলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি সরাসরি মন্তব্য করেছেন, হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ইচ্ছা থাকলেও, আমেরিকার চাপের মুখে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
তাঁর এই মন্তব্যের পরই জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। চিদম্বরমের এই স্বীকারোক্তিকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি।
চিদম্বরমের বিস্ফোরক দাবি
সাক্ষাৎকারে পি চিদম্বরম বলেন, ২৬/১১ হামলার পর গোটা বিশ্ব যেন দিল্লিতে নেমে এসেছিল। তিনি এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে চেয়েছিলেন। কিন্তু:
“আমেরিকার বক্তব্য ছিল যুদ্ধ শুরু করো না… প্রবীণ কূটনীতিকরাও তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আমাকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বিরত থাকতে পরামর্শ দেন।”
শুধু তাই নয়, তিনি এ-ও দাবি করেন যে, বিদেশ মন্ত্রকের তরফেও যুদ্ধে বাধা দেওয়া হয়েছিল।
বিজেপির তীব্র কটাক্ষ: ‘১৭ বছর পর বোধোদয়’
কংগ্রেস নেতার এই মন্তব্যের পরই আসরে নামে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই স্বীকারোক্তির মাধ্যমে অবশেষে কংগ্রেসের বোধোদয় হল এবং প্রমাণ হলো যে হাত শিবির বিদেশি শক্তির কাছে মাথা নুইয়ে থাকত।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এক্স হ্যান্ডেলে চিদম্বরমের সাক্ষাৎকারের ক্লিপটি পোস্ট করে তীব্র উপহাস করেন। তিনি লেখেন:
“১৭ বছর পর, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম স্বীকার করেছেন যে দেশ যা জানত যে, বিদেশি চাপের জেরেই ২৬/১১-র পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দেরিতে বোধোদয় হয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি পহেলগাঁও হামলা এবং ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার দাবি করেছেন যে, তাঁর কারণেই ভারত-পাক যুদ্ধ থেমে গিয়েছিল। এখন খোদ কংগ্রেস নেতার এই মন্তব্যে অস্বস্তি আরও বাড়ল।