ভারতের আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ডিসেম্বরের শুরুতেই রাজ্যে বালি পাচার মামলায় একটি বড়সড় তল্লাশি অভিযানে নেমেছে। সোমবার ইডি রাজ্যের আটটি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে। এই অভিযানে তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।
ঝাড়গ্রাম এবং কলকাতার মধ্যে একাধিক জায়গায় সকাল সকাল ইডির তদন্তকারী দল পৌঁছে যায়। এই মামলায় মূল অভিযোগ হল, ভুয়ো চালান তৈরি করে অবৈধভাবে বালি পাচার করা হত এবং এর মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল। কয়লা ও গরু পাচারের মতো এই মুহূর্তে বালি পাচার মামলাতেও ইডিকে তদন্তভার দেওয়া হয়েছে।
অভিষেক পাত্র ওরফে বিলটুর বাড়িতে তল্লাশি:
-
এই তদন্তে বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে এসেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র ওরফে বিলটু।
-
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডির একটি দল। কেন্দ্রীয় তদন্তকারী দল আজ ওই ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালায়।
-
অভিষেক পাত্রের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানায় অবৈধভাবে বালি তোলা ও বিক্রি করার অভিযোগ ছিল।
তবে তল্লাশি চলাকালীন ওই ব্যবসায়ীর সঙ্গে ইডি আধিকারিকরা সরাসরি কথা বলতে পারেননি। কারণ, অভিষেক পাত্রের বাবা বর্তমানে ক্যানসার আক্রান্ত এবং তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেই সূত্রে অভিষেকও আপাতত কলকাতায় আছেন।
ফিনান্সিয়াল ব্রোকারের বাড়িতে হানা:
ইডি-র দল নিউ আলিপুরের ফিনান্সিয়াল ব্রোকার প্রবীণ কেসরার বাড়িতেও হানা দিয়েছে। ইডি সূত্রে খবর, অবৈধভাবে বালি পাচার থেকে আদায় হওয়া বিপুল অর্থ কোথায় এবং কীভাবে বিনিয়োগ করা হয়েছে, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি শুরু হয়েছে।