‘বাড়ি-বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখাও’, NRC-র মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি দিতে মঞ্চ থেকে নিদান তৃণমূল নেতার

ভোটার তালিকা সংশোধন (SIR) এবং এনআরসি (NRC) বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত। তিনি দলীয় কর্মীদের কার্যত নিদান দিলেন যে, এনআরসি-র ভয় দেখিয়ে মহিলাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে হবে।

তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়েছে জোরদার চাপানউতোর।

তৃণমূল নেতার নিদান
শনিবার একটি রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূল নেতা তাপস দাশগুপ্তকে বলতে শোনা যায়, বিজেপি এনআরসি-র মাধ্যমে সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে। এই বক্তব্যকেই হাতিয়ার করে মহিলাদের ভয় দেখানোর পরামর্শ দেন তিনি:

“বাড়ি-বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখাও। বলবেন, ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। এরপর আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। মহিলাদের ভয় পাইয়ে দেবেন, দেখবেন সব হয়ে যাবে।”

তিনি এর পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বিএলও (BLO)-দের পিছনে লাগতে হবে বলেও মন্তব্য করেন। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য রাজ্যের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর এবং তালিকা সংশোধনের কাজে বাধা দেওয়ার উস্কানি দিচ্ছে।

বিজেপির পাল্টা জবাব: ‘লক্ষ্মীর ভান্ডার’ খোঁচা
তৃণমূল নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি মুখপাত্ররা পাল্টা জবাবে তৃণমূলের জনমুখী প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন।

বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল নিজেদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে মরিয়া হয়ে এমন ভিত্তিহীন আতঙ্ক ছড়াচ্ছে। তাঁদের কটাক্ষ:

“তৃণমূল ভয় পাচ্ছে যে, যদি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ যায়, তবে তাদের ভোট কমে যাবে। তাই এখন ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধাভোগীদের মাথায় এনআরসি-র ভয় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে।”

বিজেপি আরও জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এনআরসি নিয়ে কোনও ঘোষণা করেনি। শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের মতো রুটিন কাজ চলছে, অথচ তৃণমূল এই প্রক্রিয়াতেও রাজনীতি করতে চাইছে।

তাপস দাশগুপ্তের এই মন্তব্য বিহার নির্বাচন এবং শুভেন্দু অধিকারীর এসআইআর-কে নিয়ে কড়া হুঁশিয়ারির আবহে রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy