বর্ষবরণের রাতে তিলোত্তমায় জনজোয়ার! ভিড় সামলাতে মেট্রোয় নিরাপত্তা ও বাড়তি ট্রেন

বুধবার মহানগরী মাতবে বর্ষবরণের আনন্দে। আর এই খুশির আবহে সাধারণ মানুষের যাতায়াতকে মসৃণ ও নিরাপদ রাখতে কোমর বেঁধে নামছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ভিড় সামলাতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো দুর্ভেদ্য করে তোলা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনগুলিতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত আরপিএফ (RPF) কর্মী। বিশেষ নজর দেওয়া হচ্ছে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে।

ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজর থাকছে পার্ক স্ট্রিট স্টেশনে। সেখানে মহিলা ও শিশুদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে বিশেষ মহিলা আরপিএফ দল। শুধু তাই নয়, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে থাকছে ‘কুইক রেসপন্স টিম’ (QRT) এবং স্ট্যান্ডবাই ফোর্স। নাশকতা এড়াতে ডগ স্কোয়াডের সাহায্যে স্টেশনগুলিতে বিশেষ তল্লাশি অভিযানও চালানো হবে। রিয়েল-টাইম মনিটরিংয়ের জন্য সেন্ট্রাল কন্ট্রোল রুমে বাড়ানো হয়েছে কর্মীর সংখ্যা, যাতে সিসিটিভি-র মাধ্যমে প্রতিটি কোণায় কড়া নজর রাখা যায়।

উৎসবের রাতে বাড়ি ফিরতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য মেট্রো রেলের তরফে দেওয়া হয়েছে সুখবর। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে রাতের বেলা অতিরিক্ত ৮টি মেট্রো চালানো হবে (৪টি আপ ও ৪টি ডাউন)। এছাড়াও দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আরও একটি বিশেষ মেট্রো চলবে। যাত্রী সুবিধার্থে পার্ক স্ট্রিট স্টেশনে সারি ব্যবস্থাপক, লাউড হেলার এবং দড়ির সাহায্যে ভিড় নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে, উৎসবের রাতে শহরবাসীর সফর আনন্দদায়ক করতে কোনো খামতি রাখছে না কলকাতা মেট্রো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy