বডি শেমিংয়ের দায়ে সলমানের কড়া ধমক খেলেন তানিয়া-নীলম, ‘বিগ বস ১৯’-এ চরম উত্তেজনা

জনপ্রিয় বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর অন্দরে বডি শেমিং বিতর্কে উত্তাল সমাজমাধ্যম। সহ-প্রতিযোগী আশনূর কৌরকে তাঁর ওজন নিয়ে কটাক্ষ করার জেরে সমালোচিত হয়েছেন তানিয়া মিত্তল এবং নীলম গিরি। এবার সাপ্তাহিক পর্বে (উইকেন্ড কা বার) সেই ইস্যুতেই কড়া হাতে পরিস্থিতি সামলালেন শোয়ের সঞ্চালক সলমান খান।

সাম্প্রতিক ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে, আশনূর সম্পর্কে তাঁদের মতামত জিজ্ঞাসা করছেন সলমান। প্রথমে তানিয়া এবং নীলম দু’জনেই আশনূরের প্রশংসা করে বলেন, “তিনি দেখতে রাজকুমারীর মতো লাগছে।”

এরপরই সলমান খান তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁদের ভণ্ডামি ধরিয়ে দেন। তিনি নীলমকে সরাসরি জিজ্ঞাসা করেন, “নীলম, তুমি তোমার পরচর্চায় খুব গর্বিত, এখন কেন মুখ বন্ধ? তানিয়া, তুমিই না ওকে হাতি, ডাইনোসর, মোটকা, ফুলা মুখের মতো বলেছিলে!” তীব্র ক্ষোভ প্রকাশ করে সলমান জানতে চান, “তোমাদের এসব বলার অধিকার কে দিয়েছে?”

এদিকে, আশনূরের পক্ষে দাঁড়িয়েছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী গওহর খান। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি তানিয়ার কঠোর সমালোচনা করেন। গওহর বলেন, “আশনূরকে ‘হাথি’ বলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ‘যে অন্যের চেহারা নিয়ে কথা বলে, সে কোনোভাবেই সুন্দর হতে পারে না। রূপবতী হওয়ার চেয়ে ‘মনোমুগ্ধকর’ হওয়া বেশি জরুরি।'” গওহরের পাশাপাশি আশনূরের সমর্থনে মুখ খুলেছেন রোহান মেহরা এবং রাজীব আদিয়ার মতো তারকারাও।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy