বড়দিনের মাঝরাতেই মর্মান্তিক পরিণতি! শান্তিপুরে পথ দুর্ঘটনায় পিষে গেল বাইক আরোহী, শোকে পাথর দুই সন্তান

বড়দিনের উৎসবের আমেজ নিমেষে বিষাদে পরিণত হলো নদিয়ার শান্তিপুরে। বুধবার মধ্যরাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪৫ বছর বয়সী মনা মাঝি। শান্তিপুর বাগআঁচড়া ছোট কুলিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিবরণ: পরিবার সূত্রে জানা গিয়েছে, মনা মাঝি পেশায় একজন চাষি ছিলেন। বুধবার রাতে মোটরসাইকেলে করে এক বন্ধুকে তাঁর বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি। বন্ধুকে নামিয়ে মাঝরাতে বাড়ি ফেরার পথে ছোট কুলিয়া এলাকায় কোনো এক অজ্ঞাতপরিচয় ঘাতক গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। মধ্যরাত হওয়ায় দুর্ঘটনার খবর প্রথমে কেউ জানতে পারেনি। ভোররাতে পুলিশ তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।

পরিবারে শোকের ছায়া: মৃতের স্ত্রীর আগেই মৃত্যু হয়েছে, এখন তাঁর দুই নাবালক পুত্র সম্পূর্ণ অনাথ হয়ে পড়ল। অত্যন্ত শান্ত স্বভাবের মনার মৃত্যুতে গোটা গ্রাম শোকস্তব্ধ। পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। দুর্ঘটনায় তাঁর মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্রাথমিকভাবে চেনা যাচ্ছিল না। পরে তাঁর কাছে থাকা মোবাইল ও মোটরসাইকেলের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy