জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ভারতে আবার চালু হচ্ছে, সম্প্রতি এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল। তবে কেন্দ্রীয় সরকার এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকটক বা অন্য কোনো নিষিদ্ধ অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কেন এই গুজব?
শুক্রবার সন্ধ্যায় কিছু ব্যবহারকারী দাবি করেন যে তারা তাদের কম্পিউটার ব্রাউজারে টিকটকের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারছেন। এরপরই এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার হয়তো টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কিন্তু সরকারি সূত্র থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি।
টিকটক কেন বন্ধ হয়েছিল?
২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘাতের পর ভারত সরকার চীনের কিছু অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই তালিকায় টিকটক, ইউসি ব্রাউজার এবং শিন-সহ মোট ৫৯টি অ্যাপ ছিল। পরে পাবজি-সহ আরও কিছু অ্যাপও নিষিদ্ধ করা হয়। সরকারের নির্দেশে সেই সব অ্যাপগুলো এখনো বন্ধ আছে।
টিকটক কর্তৃপক্ষ তখন জানিয়েছিল যে তারা ভারত সরকারের নির্দেশ মেনে নিয়েছে এবং ভারতীয় ব্যবহারকারীদের কোনো তথ্য চীন বা অন্য কোনো দেশের সরকারের সঙ্গে শেয়ার করেনি।
ভারত সরকারের এই স্পষ্ট বার্তায় এখন নিশ্চিত হওয়া গেল যে টিকটক আপাতত ভারতে বন্ধই থাকছে।