‘প্রচার ব্যাপারটা কখনোই গুরুত্ব পায়নি’, SIR-এর বিভ্রান্তি ছড়ানোয় রাজ্য বিজেপি-কে একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়

জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যে যখন তীব্র রাজনৈতিক তরজা চলছে, ঠিক তখনই এই ইস্যুতে রাজ্য বিজেপি-র প্রচার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সংবাদপত্রে প্রকাশিত একটি নির্দিষ্ট খবরের সূত্র ধরে তিনি সরাসরি রাজ্য বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে বলেছেন, দলে প্রচারের বিষয়টি ‘কখনোই প্রয়োজনীয় গুরুত্ব পায়নি’।

অনুশোচনা তথাগত রায়ের: ‘নেতারা পদ নিয়ে ব্যস্ত’
নিজের এক্স (X) হ্যান্ডেলে তথাগত রায় এই বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে লেখেন:

“অতীব দুঃখের বিষয় রাজ্য বিজেপিতে ‘প্রচার’ ব্যাপারটা কখনোই প্ৰয়োজনীয় গুরুত্ব পায়নি। সবাই ব্যস্ত কেবল দলীয় পদ পাওয়া নিয়ে।“

তিনি এরপরেই প্রকাশিত খবরটির প্রসঙ্গ তুলে ধরে লেখেন, সুমন হাওলাদার নামক এক ব্যক্তি, যিনি আপাতদৃষ্টিতে হিন্দু, তিনি বাংলাদেশে পালাবার চেষ্টা করছিলেন। এর কারণ হিসেবে তিনি মনে করেছিলেন, তিনি অনেকদিন আগে ভারতে এলেও এসআইআর হলে তাঁকে গ্রেফতার করা হবে।

ভারত সরকারের ঘোষণা প্রচারে ব্যর্থতা
তথাগতবাবু মনে করিয়ে দেন যে, ভারত সরকার ইতিমধ্যেই স্পষ্ট ঘোষণা করেছে, যেসব হিন্দু ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ভারতে এসেছেন, তাঁরা বেআইনী অনুপ্রবেশকারী বলে গণ্য হবেন না। কিন্তু সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।

এই আতঙ্ক ও বিভ্রান্তি দূর করতে তিনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান:

“ভারত সরকারের উচিত, এই ঘোষণাটা টিভি, রেডিও এবং খবরের কাগজ মারফত বিশাল আকারে জনসাধারণকে জানানো। এ ব্যাপারে রাজ্য বিজেপির উপরেও দায়িত্ব বর্তায়।”

তৃণমূলের বিরুদ্ধে এসআইআর নিয়ে আন্দোলনের পাশাপাশি, নিজেদের সমর্থকদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি বা আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে রাজ্য বিজেপি নেতৃত্বকে আরও উদ্যোগী হওয়ার বার্তা দিতেই তথাগত রায় এই পোস্টটি করেন। তিনি তাঁর এই বার্তাটি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-এর পাশাপাশি রাজ্য বিজেপি-র অফিশিয়াল এক্সবার্তার সঙ্গেও যুক্ত করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy