পুজোর আগে ১০০-র বেশি ট্রেন বাতিল, চরম ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

পুজোর ছুটির মরসুমের ঠিক মুখে, যখন বাঙালিরা ভ্রমণ বা বাড়ি ফেরার পরিকল্পনা করছেন, ঠিক তখনই রেলের ঘোষণায় যাত্রীদের কপালে ভাঁজ পড়েছে। পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে একসঙ্গে শতাধিক ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদা টাউন স্টেশনে একটি গুরুত্বপূর্ণ নন-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ চলছে। এই কাজের জন্য ৩০ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১১৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, শতাব্দী, হাটেবাজার এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেন। এছাড়াও অনেক ট্রেনকে ঘুরপথে চালানো হবে, কিছু ট্রেন মাঝপথে থামিয়ে দেওয়া হবে এবং কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের যাত্রীরা বড়সড় সমস্যার মুখে পড়বেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উন্নত ইন্টারলকিং ও নতুন সিগন্যালিং ব্যবস্থা বসানোর উদ্দেশ্য হলো যাত্রীদের জন্য দীর্ঘমেয়াদী আরও নিরাপদ ও মসৃণ যাত্রা নিশ্চিত করা। যদিও আপাতত এই সিদ্ধান্ত উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণ-পূর্ব রেলেও একই চিত্র
শুধু পূর্ব রেল নয়, দক্ষিণ-পূর্ব রেলের বিলাসপুর ডিভিশনেও একই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪টি ট্রেন বাতিলের পাশাপাশি কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে এবং দুটি ট্রেনের রুট সীমিত করা হয়েছে। এর ফলে খড়্গপুর ডিভিশনের যাত্রীরাও সমস্যার সম্মুখীন হবেন। টাটানগর-বিলাসপুর, সাঁতরাগাছি-পুনে, উদয়পুর সিটি-শালিমার, মালদা টাউন-সুরাট-এর মতো বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন এই তালিকার মধ্যে রয়েছে।

রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে এই কাজ শেষ হলে যাত্রীরা দীর্ঘমেয়াদে আরও উন্নত পরিষেবা পাবেন। তবে আপাতত, যারা পুজোর ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এই অপ্রত্যাশিত ভোগান্তি এড়াতে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy