ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ সূর্যকুমার যাদবকে নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করে শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেত্রী ও মডেল খুশি মুখোপাধ্যায়। খুশির দাবি, সূর্যকুমার যাদব একসময় তাঁকে নিয়মিত মেসেজ পাঠাতেন। এমনিতে সাহসী পোশাক এবং ঠোঁটকাটা স্বভাবের জন্য খুশি প্রায়ই বিতর্কে থাকেন, তবে এবারের এই সরাসরি আক্রমণ ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কের দিকে হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুশি জানান, শুধুমাত্র সূর্যকুমার যাদবই নন, একাধিক নামী ক্রিকেটারের সঙ্গে তাঁর নিয়মিত কথা হতো। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ক্রিকেটারের সঙ্গেই তাঁর প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও তিনি কোনো খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে জড়াতে আগ্রহী নন। খুশির কথায়, “আমি কোনো ক্রিকেটারের সঙ্গে রিলেশনে যেতে চাই না। অনেকে তো আমার পিছনেই পড়ে থাকতেন। সূর্যকুমারও আমাকে মেসেজ করতেন। কিন্তু এখন আমাদের আর কথা হয় না। আমি চাই না কেউ আমার নাম এসবের সঙ্গে জড়াক।”
খুশির এই বিস্ফোরক মন্তব্য এমন এক সময়ে এল যখন সূর্যকুমার যাদব মাঠের লড়াইয়ে কিছুটা চাপে রয়েছেন। ফর্মের অধঃপতন নিয়ে যখন প্রাক্তন ক্রিকেটাররা তাঁর সমালোচনা করছেন, ঠিক তখনই মাঠের বাইরের এই বিতর্ক তাঁর অস্বস্তি আরও বাড়িয়ে দিল।
এদিকে নেটদুনিয়া এই ঘটনায় দুই ভাগে বিভক্ত। সূর্যর একদল ভক্ত এই দাবিকে ‘সস্তা পাবলিসিটি স্টান্ট’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, প্রচারের আলোয় আসতেই খুশির এই কৌশল। অন্যদিকে, একদল নেটিজেন সূর্যর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলছেন। ২০১৩ সালে তামিল সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করা খুশি তেলুগু ও হিন্দি ছবিতেও কাজ করেছেন। এখন দেখার বিষয়, টিম ইন্ডিয়ার অধিনায়ক এই বিতর্ক নিয়ে মুখ খোলেন কি না।