পূর্ব ঘোষণা মতোই আজ, ১ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে পশ্চিমবঙ্গে একধাক্কায় অনেকটাই বাড়ল সব ধরনের মদের দাম। ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই কার্যকর হলো নতুন শুল্কনীতি। এর ফলে রাজ্য জুড়ে বিয়ার (Beer) ছাড়া অন্যান্য সব ধরনের দেশি ও বিদেশি মদের ওপর শুল্ক বৃদ্ধি পেয়েছে।
কত টাকা করে বাড়ল দাম?
রাজ্য আবগারি দফতর (State Excise Department) সূত্রে খবর, সোমবার থেকে নয়া শুল্কনীতি কার্যকর হওয়ার পর ৭৫০ মিলিলিটারের বিদেশি মদের বোতলের দাম বেড়েছে অন্তত ৩০ থেকে ৪০ টাকা। পাশাপাশি, ছোট প্যাক বা ১৮০ মিলিলিটারের বোতলের দাম বেড়েছে ১০ টাকা। ফলে সুরাপ্রেমীদের আজ থেকে ১৮০ মিলিলিটারের প্যাক কিনলেও অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে।
আবগারি দফতর আগেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, বছর শেষে ডিসেম্বর মাস থেকে মদের দাম বাড়তে পারে। সেই অনুযায়ী, সমস্ত মদ বিক্রেতাদের ৩০ নভেম্বরের মধ্যে পুরনো মজুত থাকা পানীয় পুরনো দামে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন ১ ডিসেম্বর থেকে পুরনো মজুত পানীয় সহ নতুন কেনা সুরা নয়া দামেই বিক্রি করতে হবে।
লাইসেন্স বাতিল হবে বিক্রেতাদের?
জানা গিয়েছে, ১ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে মদের বোতলের গায়ে নতুন মূল্যের স্টিকার লাগানো থাকবে। সেক্ষেত্রে যদি কোনো বিক্রেতা পুরনো স্টিকার লাগানো বোতল বিক্রি করেন বা ক্রেতাদের কাছ থেকে আগের দামের চেয়ে বেশি দাম রাখেন, তাহলে তিনি শাস্তির মুখে পড়তে পারেন। আবগারি দফতর সূত্রে খবর, ধরা পড়লে জেল-জরিমানা সহ বিক্রেতার লাইসেন্স বাতিলও হতে পারে।
ভোটের বাংলায় রাজস্ব বৃদ্ধি!
হঠাৎ মদের দাম বৃদ্ধির এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলের একাংশ ভোটমুখী বাংলায় সরকারের রাজস্ব ভাণ্ডার বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। প্রশাসনের আধিকারিকদের একাংশ আশা করছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ৪,০০০ কোটি টাকা রাজস্ব আয় হতে পারে। অনেকে মনে করছেন, এই অতিরিক্ত রাজস্ব উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ করা হতে পারে।