ভোটার তালিকা বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতি যখন তুঙ্গে, ঠিক সেই সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র এবং বেলাগাম আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।
‘বাংলার জনতার বিরুদ্ধে যুদ্ধ’
এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক দলের সমালোচনা প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য রাজ্যের সাধারণ মানুষের বিরুদ্ধে চলে গিয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি বলেন:
“তৃণমূল বাংলার জনতার বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা ভোটার তালিকা সংশোধনের মতো একটি সাংবিধানিক ও আইনি প্রক্রিয়াকে ভয় দেখাচ্ছে এবং বানচাল করার চেষ্টা করছে।”
তাঁর ইঙ্গিত স্পষ্ট, তৃণমূল নেতৃত্ব ভোটার তালিকা শুদ্ধিকরণে বাধা দিয়ে আসলে কিছু অবৈধ ভোটারের নাম তালিকায় ধরে রাখতে চাইছে।
‘আর কার্নিভ্যাল হবে না’
শমীক ভট্টাচার্যের মন্তব্যে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে তাঁর ভবিষ্যৎবাণী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয়তা পাওয়া এবং তৃণমূলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যাল (Durga Puja Carnival) নিয়ে তিনি কড়া মন্তব্য করেন।
সাংবাদিকদের সামনে তিনি বলেন:
“সময় আসছে, পশ্চিমবঙ্গে আর দুর্গা পুজোর কার্নিভ্যাল হবে না।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শমীক ভট্টাচার্যের এই মন্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। তিনি বোঝাতে চেয়েছেন, রাজ্যে সরকার বদল হলে তৃণমূলের পৃষ্ঠপোষকতায় হওয়া এই ধরনের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে।
অসমে কেন SIR হচ্ছে না—চন্দ্রিমা ভট্টাচার্যের এই প্রশ্নের উত্তরেও তিনি তৃণমূলকে কটাক্ষ করেন এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিরোধিতা না করার আহ্বান জানান।