পরিযায়ী শ্রমিকের মৃত্যু, ভীমচরণের বাড়িতে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিলেন তীব্র ক্ষোভ

কেরলে কর্মরত অবস্থায় নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের মৃত্যু (Bhimcharan Barik Death) ঘিরে রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার নন্দীগ্রামের বিরুলিয়ায় ভীমচরণের বাড়িতে গিয়ে তাঁর শোকাহত পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই তিনি রাজ্যে কর্মসংস্থানের অভাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

পরিবারকে সমবেদনা ও ক্ষোভ প্রকাশ
পরিবারকে সমবেদনা জানানোর পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন। তাঁর আক্রমণের মূল সুর ছিল— রাজ্যে কর্মসংস্থানের অভাব।

শুভেন্দু অধিকারীর অভিযোগ:

“এই রাজ্যের যুবকরা কেন ভিনরাজ্যে যাচ্ছে? এর প্রধান কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্যর্থ। এই পরিযায়ী শ্রমিকরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড, অথচ তাঁরা কাজের সন্ধানে ঝুঁকি নিয়ে দূর-দূরান্তে যেতে বাধ্য হচ্ছেন। রাজ্যে কাজ থাকলে আজ ভীমচরণ বারিকের মতো যুবকের এমন মর্মান্তিক পরিণতি হতো না।”

তিনি আরও বলেন, এই ধরনের মর্মান্তিক মৃত্যু বন্ধ করতে রাজ্য সরকারকে অবিলম্বে শিল্প ও কর্মসংস্থানের ওপর জোর দিতে হবে।

‘ডায়মন্ড হারবার মডেল’ বিতর্ক
উল্লেখ্য, নন্দীগ্রামের এই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ কেরল থেকে বাংলায় ফিরিয়ে আনার ক্ষেত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হয়েছিল। অভিষেকের উদ্যোগেই সসম্মানে কফিনবন্দি হয়ে ভীমচরণের মরদেহ বাড়িতে পৌঁছয়। এই নিয়ে তৃণমূল সমর্থকরা ‘ডায়মন্ড হারবার মডেলের’ প্রসঙ্গও তুলেছিলেন।

শুভেন্দু অধিকারী এদিন সেই বিতর্ককেও পাল্টা জবাব দেন। তিনি বলেন, “মৃতদেহ ফিরিয়ে আনা মানবিক কাজ, কিন্তু রাজনীতি সেখানেই শুরু হয়, যখন কাজের অভাবে মানুষ ভিনরাজ্যে যেতে বাধ্য হয়। মৃতদেহ ফেরানো নিয়ে মডেল তৈরি হয় না, আসল মডেল হলো— রাজ্যের যুবকদের রাজ্যেই কাজ দেওয়া।”

নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া গ্রামের বাসিন্দা ভীমচরণ বারিক নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে কেরলে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy