“পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করলে…?”-বিজেপিকে ‘হুলিয়া’র হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর

পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারের প্রতিবাদে আবারও কঠোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। শনিবার কোচবিহারের বামনহাটে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “যে গ্রামে আমাদের মানুষের উপর হামলা হবে, সেই গ্রামে আমরা ‘হুলিয়া জারি’ করব। সেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হবে না।”

উদয়ন গুহ এখানেই থামেননি। তিনি আরও বলেন, “পোয়াতুরকুঠির কেউ যদি দিল্লিতে আক্রান্ত হন, তাহলে এখানেই ১৪৪ ধারা জারি হয়ে যাবে। কিন্তু সেটা বিজেপির বিরুদ্ধে।” তার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

উদয়ন গুহর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। তাদের অভিযোগ, উদয়ন গুহ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন এবং মানুষের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করছেন। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, “উনি তো সবসময় ‘হুলিয়া জারি’ করেন, এটাই তার কাজ। আগে দেখান কোথায় হেনস্থা হচ্ছে? শুধু শুধু মানুষের মধ্যে ভয় ছড়িয়ে রাজনীতি করাই এদের কাজ। মানুষ এখন সব বুঝে গিয়েছে।”

তবে উদয়ন গুহর এই মন্তব্যের পেছনে তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন চলছে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহার, গুজরাট এবং উত্তরপ্রদেশে বাংলার শ্রমিকদের ওপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছিলেন। তৃণমূলের অন্যান্য নেতারাও এই বিষয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন।

তৃণমূল শিবির বলছে, অন্য রাজ্যে আমাদের মানুষের উপর হামলা হলে আমরা চুপ করে থাকব না। কিন্তু একজন মন্ত্রী হয়ে ‘হুলিয়া জারি’র মতো হুমকি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পঞ্চায়েত নির্বাচনে জেতার পর উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। উদয়ন গুহ আগেও স্থানীয় স্তরে বিজেপিকে বহুবার চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে এবার তার কথা বলার ধরন নিয়ে বেশি বিতর্ক হচ্ছে। রাজনৈতিক সৌজন্যতা ছেড়ে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপ দেওয়ার চেষ্টা কতটা গণতান্ত্রিক, সেই প্রশ্নও উঠছে। বিশেষত, একজন মন্ত্রীর মুখে প্রকাশ্যে ‘১৪৪ ধারা জারি’র হুমকি কেন্দ্র এবং রাজ্যের রাজনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy