পড়াশোনা সেরে বাড়ি ফেরার পথেই চরম বিপদ! টোটো চালকের ফাঁদে পড়ে গণধর্ষণের শিকার নাবালিকা

রাজ্যে ফের একবার নৃশংস গণধর্ষণের ঘটনা সামনে আসলো। এবার শিকার মাত্র ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রী। এক টোটো চালকের সঙ্গে পাঁচ দিন আগে পরিচয়ের সূত্র ধরে এই ভয়ানক নির্যাতনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত শনিবার (গতকাল) সন্ধ্যাবেলা স্কুল থেকে বা প্রাইভেট টিউটর থেকে ছুটি হওয়ার পর অভিযুক্ত টোটো চালক ফোন করে ওই নাবালিকাকে দেখা করতে বলে। এরপর তাকে টোটোয় তুলে নেয় সে। পথে যেতে যেতেই অভিযুক্ত তার এক বন্ধুকে ফোন করে ডেকে নেয়।

অভিযোগ, ওই দুই যুবক এরপর নাবালিকাকে জোর করে তাদের মধ্যে একজনের ভাড়াবাড়িতে নিয়ে যায়। সেখানেই দু’জন মিলে তাকে গণধর্ষণ করে। এই বর্বরতার মাঝেই আরও এক ভয়ানক ঘটনা ঘটে। যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বাড়ির এক যুবকও ধর্ষণের দৃশ্য দেখে ফেলে। এরপর সে-ও ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অর্থাৎ, একরাতের মধ্যে তিন যুবকের বর্বর নির্যাতনের শিকার হয় ১২ বছরের কিশোরী।

এই ঘটনার পর নাবালিকা বাড়ি ফিরে পুরো বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। পরিবারের পক্ষ থেকে দ্রুত থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তত্‍পরতার সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে বলে জানা গিয়েছে।

এই ধরনের ঘটনা রাজ্যে নারী সুরক্ষার উপর ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন ফেলে দিল। পুলিশ এই জঘন্য কাণ্ডের অভিযুক্তদের দ্রুততম শাস্তির আশ্বাস দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy