নেতাজি জয়ন্তীতেই বড় ধামাকা! হাওড়া থেকে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার, টিকিট পাবেন তো?

রেল পরিষেবায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে খোদ তিলোত্তমার বুকেই। গত শনিবার মালদা টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করার পর, এবার তার বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে হাওড়া থেকে। আগামী ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে হাওড়া স্টেশন থেকে কামাক্ষ্যার উদ্দেশে রওনা দেবে এই অত্যাধুনিক স্লিপার ট্রেন।

কবে এবং কখন ছাড়বে এই ট্রেন? রেলের সময়সূচী অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কামাক্ষ্যা স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে এই বন্দে ভারত স্লিপার। শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি হাওড়ায় পৌঁছাবে। সেই দিনই অর্থাৎ ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীর সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে ফের কামাক্ষ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ট্রেনটি, যা পরদিন শনিবার সকাল ৮টা ২০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। সপ্তাহের ৬ দিন এই পরিষেবা পাওয়া যাবে। কামাক্ষ্যা থেকে বুধবার এবং হাওড়া থেকে বৃহস্পতিবার এই ট্রেনটি চলবে না।

বুকিংয়ে নতুন চমক ও বিশেষ নিয়ম: ২০ জানুয়ারি থেকেই হাওড়া-কামাক্ষ্যা রুটের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। এই ট্রেনের বিশেষত্ব হলো, এখানে কোনো RAC বা ওয়েটিং লিস্টের ব্যবস্থা নেই। শুধুমাত্র ‘কনফার্ম’ টিকিট থাকলেই সফর করা যাবে। রেল সূত্রে খবর, বুকিং শুরু হতেই ফার্স্ট ও সেকেন্ড এসির টিকিট কার্যত শেষ। টিকিট বাতিলের ক্ষেত্রেও রয়েছে কড়া নিয়ম:

  • ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে বাতিল করলে ২৫ শতাংশ টাকা কাটা হবে।

  • ৭২ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ টাকা কাটা হবে।

  • ৮ ঘণ্টার কম সময়ে টিকিট বাতিল করলে কোনো রিফান্ড পাওয়া যাবে না।

যাত্রাপথ ও যাত্রী ক্ষমতা: ৮২৩ জন যাত্রী নিয়ে ঘণ্টায় তীব্র গতিতে ছুটবে এই ট্রেন। ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা টাউন এবং নিউ জলপাইগুড়ি সহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত এবং আরামদায়ক করতেই এই পদক্ষেপ রেলের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy