নির্বাচন কমিশনের হাতে ‘মানুষের রক্ত’! SIR-এর আতঙ্কে রাজ্যে ৪০ মৃত্যু, কমিশনকে তালিকা জমা দিয়ে ডেরেক ও’ব্রায়েনের বিস্ফোরক অভিযোগ

স্টেটাস অফ ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে শুক্রবার নির্বাচন কমিশনের (EC) ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নির্বাচন সদন থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “মুখ্য নির্বাচন কমিশনারের হাতে মানুষের রক্ত লেগে আছে। এই বলে আমরা বৈঠক শুরু করেছিলাম।”

তৃণমূলের ১০ সদস্যের সাংসদদের একটি প্রতিনিধি দল এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে। এই দলে সাকেত গোখলে, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়-সহ ১০ জন সদস্য ছিলেন।

SIR-এর আতঙ্কে ৪০ জনের মৃত্যুর অভিযোগ

তৃণমূল প্রতিনিধি দল কমিশনকে একটি চাঞ্চল্যকর তালিকা জমা দিয়ে অভিযোগ করেছে যে, SIR প্রক্রিয়ার ‘অতিরিক্ত কাজের চাপ’ এবং ‘আতঙ্কে’ রাজ্যে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। যদিও কমিশন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র জানান, তাঁরা এই ৪০ জনের মৃত্যুর তালিকা কমিশনের হাতে তুলে দিয়েছেন।

ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা পাঁচটি প্রশ্ন তুলেছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং মমতাবালা ঠাকুর মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ৪০ মিনিট ধরে কথা বলেন। এরপর মুখ্য নির্বাচন কমিশনার নিরবচ্ছিন্ন এক ঘণ্টা ধরে তাঁর কথা বলতে থাকেন। কিন্তু আমাদের পাঁচটি প্রশ্নের কোনও উত্তর তিনি দিতে পারেননি।”

কাজের চাপে আরও এক BLO-এর মৃত্যু

এই আবহে রাজ্যে আরও এক বুথ লেভেল অফিসার (BLO)-এর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, অত্যধিক কাজের চাপ নিতে না-পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ৫৪ বছর বয়সী ওই BLO, জাকির হোসেন, বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের দাবি, SIR-এর কাজ নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় ছিলেন এবং সার্ভারে সমস্যার কারণে এনুমারেশন ফর্ম ওয়েবসাইটে আপলোড করতে গিয়েও তাঁকে ভোগান্তির শিকার হতে হচ্ছিল।

এর আগে কৃষ্ণনগরের এক BLO আতঙ্কে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন এবং একটি নোটে এর জন্য সরাসরি কমিশনকে দায়ী করেছিলেন।

তৃণমূল স্পষ্ট জানিয়েছে, তারা SIR প্রক্রিয়ার বিরোধিতা করছে না, কিন্তু যেভাবে এই কাজ করা হচ্ছে— “পরিকল্পনাহীনভাবে” এবং “হৃদয়হীন ভাবে”— তার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy