আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম (CPI-M) নেতৃত্বাধীন বামফ্রন্ট বড়সড় রাজনৈতিক ঐক্য গড়ার পথে হাঁটছে। সম্প্রতি বামফ্রন্টের বৈঠকে শরিক দলগুলোর পাশাপাশি বাম মনোভাবাপন্ন দল, যেমন লিবারেশন (Liberation) এবং এসইউসিআই (SUCI)-কে নিয়ে একটি বৃহত্তর বাম জোট গড়ে তোলার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন ভাগাভাগির ইঙ্গিত
যদিও প্রকাশ্যে বাম ঐক্যের বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবে ফ্রন্টের এক শরিক দলের নেতার কথায় এই জোটের বিষয়টি নিশ্চিত। জোট গঠন হলে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের তরফে লিবারেশন এবং এসইউসিআই-এর জন্য আসন ছাড়া হবে বলেও ইঙ্গিত মিলেছে। যদিও আসন সমঝোতার বিষয়ে এসইউসিআই-এর বক্তব্য এখনো জানা যায়নি।
ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ
বামফ্রন্টের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বামফ্রন্ট। এর কারণ হলো:
-
আশঙ্কা: ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। বাম নেতাদের আশঙ্কা, এই তালিকায় অনেক বৈধ ভোটারের নামও বাদ যাবে।
-
প্রতিবাদ: বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’
অন্যদিকে, সিপিআইএম আগামী ২৯ নভেম্বর থেকে ‘বাংলা বাঁচাও যাত্রা’ শুরু করছে। এই কর্মসূচিতে বাম শরিক দলের নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
-
লক্ষ্য: আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, এই যাত্রায় মানুষের দৈনন্দিন দাবি-দাওয়া যেমন—রুটি-রুজি, শিক্ষা ও স্বাস্থ্য—এগুলো উঠে আসবে। তিনি বলেন, বহুমাত্রিক এই যাত্রায় প্রান্তিক মানুষের কথা তুলে ধরা হবে।
-
যাত্রার রুট: যাত্রা শুরু হবে শনিবার কোচবিহারের তুফানগঞ্জ থেকে এবং শেষ হবে ১৭ ডিসেম্বর কামারহাটিতে।
-
সাংস্কৃতিক সংযোগ: কোচবিহারে পঞ্চানন বর্মা এবং আব্বাস উদ্দিনের জন্মস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যাত্রা পথে জেলাভিত্তিক দাবি-দাওয়া নিয়ে মিছিল হবে। বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া জেলাভিত্তিক মিছিল হবে এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলা মিছিল করে মূল ধারায় যুক্ত হবে।