নানুরে তুলকালাম! সংঘ সেবককে পার্টি অফিসে তুলে নিয়ে ‘অঙ্গীকার’ করাল তৃণমূল? ভাইরাল ভিডিও ঘিরে রণক্ষেত্র বীরভূম!

বীরভূমের রাজনীতির আঙিনায় ফের উত্তেজনার পারদ তুঙ্গে। এক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) কর্মীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে হেনস্তা ও হুমকির অভিযোগে উত্তাল হয়ে উঠল নানুর। অভিযোগ, ওই কর্মীকে বাইকে করে তুলে নিয়ে গিয়ে শাসানো হয়েছে যে, এলাকায় থাকতে হলে বিজেপি বা আরএসএস করা যাবে না। এই ঘটনার একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি ডেইলিয়ান্ট) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মঙ্গলবার নানুর থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন সংঘ ও বিজেপি কর্মীরা।

ঘটনার কেন্দ্রবিন্দু নানুর থানার আঙ্গোরা গ্রাম। স্থানীয় সূত্রে খবর, রিন্টু পাল নামে এক সক্রিয় আরএসএস তথা বিজেপি কর্মীকে তৃণমূলের বাইক বাহিনী তুলে নিয়ে যায় স্থানীয় পার্টি অফিসে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, রিন্টুকে ঘিরে ধরে রীতিমতো ধমক দেওয়া হচ্ছে। সেখানে তাঁকে হাতজোড় করে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে আর কখনও বিজেপি বা আরএসএস না করার অঙ্গীকার করতে বাধ্য করা হচ্ছে। ভিডিওতে পাশ থেকে কাউকে বলতে শোনা যায়, “ভবিষ্যতে বিজেপি করলে এলাকা ছাড়া করা হবে।”

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলকাতা থেকে আইনজীবী নিয়ে এসে নানুর থানায় অভিযোগ দায়ের করে আরএসএস। হাতে গেরুয়া পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে থানা চত্বর কাঁপিয়ে তোলেন বিক্ষোভকারীরা। উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল ও বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। শ্যামাপদ মণ্ডলের হুঙ্কার, “হিন্দুরা জাগ্রত হয়েছে, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে আগামী দিনে এর ফল ভালো হবে না।” অন্যদিকে, তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ জানিয়েছেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বর্তমানে থমথমে নানুরের ওই এলাকা, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy