“নকশাল নির্মূল না-করা পর্যন্ত মোদি সরকার বিশ্রাম নেবে না” অমিত শাহের হুঙ্কার, আত্মসমর্পণ করল 20 মাওবাদী

নকশাল-বিরোধী অভিযানে ভারত সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তা আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি জানিয়েছেন, দেশে একজনও নকশাল বা মাওবাদী আত্মসমর্পণ না-করা অথবা নির্মূল না-হওয়া পর্যন্ত মোদি সরকার বিশ্রাম নেবে না। এরই মধ্যে ছত্তিশগড়ের বস্তারে এসপি কার্যালয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন ২১ জন মাওবাদী। এই আত্মসমর্পণকে এক বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন।


 

মাথাপিছু পুরস্কারের ঘোষণা

 

আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৯ জন মহিলা। প্রশাসন তাদের মাথার দাম হিসেবে মোট ৩৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এর মধ্যে দু’জনের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে, একজনের জন্য ৫ লক্ষ টাকা, ৪ জনের প্রত্যেকের জন্য ২ লক্ষ টাকা এবং বাকি ৪ জনের মাথা পিছু এক লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।


 

মাওবাদী নির্মূল অভিযানে সাফল্য

 

অমিত শাহ বলেন, দেশের কিছু সামান্য উন্নত অঞ্চলে মারাত্মক ক্ষতি করেছে মাওবাদীরা। তারা স্কুল, হাসপাতালের কাজকর্ম ব্যাহত করেছে এবং সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলিতে বাধা সৃষ্টি করেছে।

চলতি বছরের ২১ মে ছত্তিশগড়ের কারেগুট্টা পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সফল অভিযান ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’-এর ভূয়সী প্রশংসা করেন শাহ। এই অভিযানে সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজুর মৃত্যু হয়, যা একটি বড় সাফল্য। শাহ বলেন, “এই অভিযান মাওবাদী-বিরোধী অভিযানের ইতিহাসে একটি সোনালি অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে।” তিনি সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কোবরা জওয়ানদের সংবর্ধনা দেন।

শাহ আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার নকশালমুক্ত ভারত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।” তাঁর দাবি, সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করতে বদ্ধপরিকর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy