দুর্নীতি রুখতে নবান্নের বড় পদক্ষেপ, রাজ্যে নিযুক্ত হলেন নতুন লোকায়ুক্ত, দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত

রাজ্যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। সোমবার, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত করা হলো। তিনি বিচারপতি অসীম রায়ের স্থলাভিষিক্ত হলেন।

এসআইআর (SIR)-এর মতো গুরুত্বপূর্ণ আবহে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিচারপতি সামন্তের পেশাগত জীবন অত্যন্ত বর্ণময়। হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন জেলায় দায়রা ও জেলা বিচারপতির পদেও কাজ করেছেন এবং তাঁর কর্মদক্ষতার জন্য পরিচিত। বিশেষত, তিনি একজন লেখক, যিনি কবিতা-সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করেন।

কীভাবে কাজ করেন লোকায়ুক্ত?

লোকায়ুক্ত প্রতিষ্ঠানটি মূলত মন্ত্রী, বিধায়ক, প্রশাসন এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করে। এর প্রধান উদ্দেশ্য হলো সরকারি আধিকারিকদের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিকদের দ্রুত ন্যায়বিচার প্রদান করা।

লোকায়ুক্ত নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন হয় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে। এছাড়া, রাজ্য সরকার গঠিত নিয়োগ কমিটিতে বিধানসভার বিরোধী দলনেতার উপস্থিতি বাধ্যতামূলক। প্রসঙ্গত, প্রাক্তন লোকায়ুক্ত বিচারপতি অসীম কুমার রায় ২০১৮ সালে তিন বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন, পরে তাঁর মেয়াদ আরও দু’বছরের জন্য বাড়ানো হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy