দুধ ব্যবসায়ীকে ৪০ ফুট হিঁচড়ে নিয়ে গেল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নীল বাতির গাড়ি, ক্ষতিপূরণের দাবিতে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ

বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের কদমাঘাটি এলাকায় শনিবার সকালে এক চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটে। নীল বাতি লাগানো একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্থানীয় দুধ ব্যবসায়ী। ঘটনার পর ওই ব্যবসায়ীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এলাকার মানুষ দীর্ঘক্ষণ বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নীল বাতি লাগানো একটি বোলেরো গাড়ি বাঁকুড়ার দিক থেকে বেপরোয়া গতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। এই সময় জামকানালি গ্রামের বাসিন্দা নিমাই সাইনি নামের ওই দুধ ব্যবসায়ী রাস্তার ধারে একটি দোকানে দুধ দিয়ে নিজের মোপেড নিয়ে রাজ্য সড়কে উঠছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীল বাতি লাগানো গাড়িটি প্রথমে নিমাই সাইনির মোপেডে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় দুধ ব্যবসায়ী রাস্তায় ছিটকে পড়েন। এরপর গাড়িটি মোপেড সমেত ওই ব্যবসায়ীকে প্রায় ৪০ ফুট রাস্তা হিঁচড়ে টেনে নিয়ে যায়। ঘটনায় নিমাই সাইনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান।

এদিকে, সরকারি গাড়িতে নীল বাতি লাগিয়ে বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে এবং আহত ব্যবসায়ীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে উত্তেজিত জনতা বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর বাঁকুড়া সদর থানা ও ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা দ্রুত দাবিপূরণের আশ্বাস দিলে অবশেষে অবরোধ ওঠে। এই অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কে দীর্ঘক্ষণ ধরে প্রবল যানজট সৃষ্টি হয়েছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy