জল জমে আন্ডারপাস বন্ধ থাকায় রেললাইন পেরোতে গিয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল তিন বালকের। এই ঘটনায় আরও এক শিশু নিখোঁজ বলে জানা গিয়েছে। সামসেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে। এলাকায় নেমে এসেছে তীব্র শোকের ছায়া, তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
একসঙ্গে দু’দিক থেকে ট্রেন
স্থানীয় সূত্রে জানা যায়, শিবনগর এলাকায় আন্ডারপাসটি গত দু’দিন ধরে জল জমে পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। ফলে বাধ্য হয়েই গ্রামের মানুষজন ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছিলেন।
দুর্ঘটনার মুহূর্ত: রবিবার দুপুরে চার বালক ওই রেললাইন পার হওয়ার সময় হঠাৎ দু’দিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে।
মর্মান্তিক পরিণতি: আচমকা পরিস্থিতিতে তারা কিছুই বুঝে উঠতে পারেনি। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই তিন বালকের মৃত্যু হয় এবং একজন এখনও নিখোঁজ বলে জানা গেছে।
স্থানীয়দের ক্ষোভ ও প্রশাসনের তৎপরতা
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও সামসেরগঞ্জ থানার পুলিশ। ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার জেরে তিনটি পরিবারে কান্নার রোল উঠেছে। স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় রেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, অবিলম্বে আন্ডারপাসটি মেরামতি করে সাধারণের জন্য খুলে দেওয়া হোক।
পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।