দায় কার? ‘AB পজিটিভের’ বদলে অন্য রক্ত দেওয়ার অভিযোগ, ক্ষোভে হাসপাতাল ঘেরাও রোগীর পরিবারের

রোগীর শরীরে ভুল রক্ত সঞ্চালনের মতো গুরুতর অভিযোগ ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল (Gangarampur Super Speciality Hospital) চত্বরে রবিবার দিনভর চরম উত্তেজনা বিরাজ করে। ভুল রক্ত দেওয়ার ফলে রোগী আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছে রোগীর পরিবার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ।

রোগীর পরিবার কী অভিযোগ করছেন?
জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমী মার্ডি রক্তজনিত সমস্যার কারণে কিছুদিন আগে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন।

পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে রক্তের গ্রুপ জানার জন্য নমুনা ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর জন্য AB পজিটিভ রক্ত লাগবে।

সেই নির্দেশ অনুসারে পরিবারের লোকজন AB পজিটিভ রক্ত সংগ্রহ করে দেন।

পরিবারের দাবি, পরবর্তীতে তারা জানতে পারেন যে, হাসপাতাল থেকে ভুল গ্রুপের রক্ত রোগীর শরীরে পরিবেশন করা হয়েছে। এর ফলে রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে।

হাসপাতাল চত্বরে উত্তেজনা ও পুলিশের উপস্থিতি
এমন গাফিলতির অভিযোগে রোগীর পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার দুপুর থেকে বহু আদিবাসী মানুষ হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই দিকে নজর রেখে গঙ্গারামপুর থানার পুলিশ মোতায়ন করা হয় হাসপাতাল চত্বরে।

এদিকে, ভুল রক্ত সঞ্চালনের ঘটনা নিয়ে আলোচনায় বসেন হাসপাতালের ডাক্তাররা। গুরুতর অসুস্থ ওই রোগীর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। হাসপাতালের এই চরম গাফিলতির ঘটনায় প্রশ্ন উঠেছে, এমন ভুলের জন্য দায় কার এবং কেন এমন বিপজ্জনক ঘটনা ঘটল? পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy