‘তুমি সুপারস্টার নও, তুমি এক অনুভূতি!’ শাহরুখের ৬০তম জন্মদিনে করণ জোহরের আবেগঘন বার্তা ভাইরাল

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan) আজ, ২ নভেম্বর ৬০তম জন্মদিনে পা রাখলেন। তাঁর জন্মদিন মানেই যেন মুম্বই থেকে শুরু করে গোটা দেশজুড়ে উৎসব। সোশ্যাল মিডিয়া জুড়ে শাহরুখকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। আর সেই তালিকায় অন্যতম প্রধান হলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক করণ জোহর (Karan Johar)।

📜 করণ জোহরের আবেগঘন বার্তা
জন্মদিনে শাহরুখের সঙ্গে একগুচ্ছ ছবি ও ভিডিওর কোলাজ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ। সঙ্গে লিখেছেন এক দীর্ঘ বার্তা, যেখানে শাহরুখের প্রতি তাঁর ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের গভীরতা প্রকাশ পেয়েছে।

করণ লিখেছেন:

“আমি আজও স্পষ্ট মনে করতে পারি ‘করণ অর্জুন’-এর সেটে তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমার। তখন ভাবিনি, এক সুপারস্টারের মধ্যে এমন একজন মানুষকে পাব, যার হৃদয় এত বড়। তুমি হয়তো এই দেশের সেরা অভিনেতা, কিন্তু তার চেয়েও বেশি, তুমি সেরা মানুষ, একজন অসাধারণ বাবা, স্বামী, বন্ধু।”

করণ জোহর শাহরুখকে কেবল একজন সুপারস্টার হিসেবে দেখেন না, দেখেন এক অনুভূতি হিসেবে:

“তুমি কেবল একজন সুপারস্টার নও, তুমি এক অনুভূতি। পৃথিবীর কোটি কোটি ভক্তকে ভালবাসা দিতে পারা এমন এক আবেগের নাম শাহরুখ খান। তুমি আমাদের জীবনের অংশ, আমাদের পরিবারের অংশ। ইয়াশ, রুহি, মা আর আমি, সবাই তোমাকে খুব ভালবাসি। শুভ জন্মদিন। এই দশকও আগের মতোই তোমার হবে।”

🌃 আলিগাবের পার্টিতে চাঁদের হাট
শাহরুখের ৬০তম জন্মদিন উপলক্ষে শনিবার রাতে আলিবাগে এক বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। বলিউডের একাধিক তারকা সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন:

উপস্থিত ছিলেন: করণ জোহর, ফারাহ খান, রানি মুখার্জি, নব্যা নন্দা ও অনন্যা পাণ্ডে সহ আরও অনেকে।

ছবি ভাইরাল: ফারাহ খান ইনস্টাগ্রামে পার্টির কয়েকটি ছবি শেয়ার করেছেন। করণ জোহর পোস্ট করেছেন রানি মুখার্জির সঙ্গে এক সেলফি, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

সব মিলিয়ে, ভক্ত থেকে শুরু করে সহকর্মী—সকলের মুখে একটাই কথা, “রাজার রাজত্ব এখনও অটুট, কারণ শাহরুখ মানেই এক জাদু।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy