ট্রেন থেকে গায়েব খড়্গপুর আইআইটি-র ছাত্র, ঘটনা নিয়ে কী বলছে জিআরপি?

খড়্গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক মেধাবী ছাত্র। তার নাম অর্জুন পাটিল, বয়স ১৯। মহারাষ্ট্রের জলগাঁও থেকে বাবার সঙ্গে ট্রেনে আসছিলেন তিনি। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

যেমন করে ঘটল ঘটনা

অর্জুনের বাবা রবীন্দ্রকুমার পাটিল (৬২) জানান, ২০ আগস্ট সকালে তারা শালিমার এক্সপ্রেসে করে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা হন। ট্রেনটি যখন ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশনে পৌঁছায়, তখন অর্জুন তার মোবাইল ফোন চার্জে বসিয়ে শৌচাগারে যান। কিন্তু তারপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছে না।

অর্জুনের বাবা প্রথমে খড়্গপুর জিআরপি-তে (Government Railway Police) তার ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করেন। যেহেতু ঘটনাটি চাকুলিয়া স্টেশনে ঘটেছে, তাই সেই অভিযোগটি পরে চাকুলিয়া জিআরপি-তে পাঠানো হয়। রেল পুলিশ জানিয়েছে, অর্জুনের কাছে কোনো মোবাইল ফোন নেই, তাই তার অবস্থান খুঁজে বের করতে সমস্যা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

দিশেহারা পরিবার

ছেলের নিখোঁজ হওয়ার পর থেকে রবীন্দ্রকুমার পাটিল এবং তার স্ত্রী মমতা দিশেহারা হয়ে পড়েছেন। দুজনেই বর্তমানে খড়্গপুরে রয়েছেন। তারা আশঙ্কা করছেন, তাদের ছেলেকে অপহরণ করা হয়েছে। তারা অবিলম্বে তাদের ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য সবার কাছে আর্জি জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy