বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্তের একটি সাম্প্রতিক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। জন্মদিনের কয়েক সপ্তাহ পর ত্রিশলা তার পরিবারকে নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যা থেকে অনেকে মনে করছেন তারকা পরিবারের ভেতরে অশান্তি চলছে।
ত্রিশলার ইঙ্গিতপূর্ণ পোস্ট
সম্প্রতি ত্রিশলা তার সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। তাতে লেখা ছিল, ‘শুধু রক্তের সম্পর্ক থাকলেই কাউকে জীবনে জায়গা দিতে হয় না। অনেক সময় সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষই ‘পরিবার’ নাম নিয়ে ঘুরে বেড়ায়।’ আরও লেখা ছিল যে, ‘পরিবার মানেই খারাপ ব্যবহার, দোষ চাপানো বা কষ্ট দেওয়ার অধিকার নয়।’
এই পোস্টে ত্রিশলা আরও বলেন, যারা আপনাকে কষ্ট দেয়, তারা জন্ম দিলেও আপনজন হয়ে যান না। এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা প্রশ্ন তুলছেন যে, সরাসরি ‘পরিবার’ বলে কি ত্রিশলা তার বাবা সঞ্জয় দত্তকেই নিশানা করছেন?
বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েন?
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার একমাত্র মেয়ে ত্রিশলা। ১৯৯৬ সালে রিচার মৃত্যুর পর ত্রিশলা তার মামা-মামির সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। যদিও সঞ্জয় ও তার মেয়ের মধ্যে সম্পর্ক বেশ ভালো বলেই সবাই জানত। ২৯ জুলাই সঞ্জয় দত্তের জন্মদিনেও ত্রিশলা তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আবার ১০ আগস্ট ত্রিশলার জন্মদিনে সঞ্জয়ও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। তবুও, ত্রিশলার এই পোস্টটি তাদের সম্পর্কের ওপর নতুন করে প্রশ্ন তৈরি করেছে।