নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেপ্তার হওয়ার পর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার নিজের বাবা বিশ্বনাথ সাহা। তিনি বলেছেন, ‘আমার যা পুত্র, ওর জেলে থাকা দরকার।’ শুধু ছেলে নয়, তৃণমূল কাউন্সিলর বোন মায়া সাহার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি।
বিশ্বনাথ সাহা জানান, বিধায়ক হওয়ার আগে জীবনকৃষ্ণের বিশেষ কিছু ছিল না। কিন্তু বিধায়ক হওয়ার পর সে বিপুল সম্পত্তির মালিক হয়েছে। তার মতে, ইডি-র এই তল্লাশি দরকার ছিল। তিনি বলেন, ‘ওর উপদ্রবে আমি নিজের বাড়িতে থাকতে পারি না, ঢুকতেও পারি না। ও ওর মাকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ করেছে।’
বিশ্বনাথ সাহা আরও বলেন, জীবনকৃষ্ণ জামিন পাওয়ার পর থেকে তাকে বাড়িতে ঢুকতে দেয় না। তিনি বলেন যে তিনি এই বিষয়ে থানা থেকে শুরু করে জেলা সভাপতি, এমনকি অনুব্রত মণ্ডলকেও জানিয়েছেন, কিন্তু কেউ তার কথা শোনেনি।
বোনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ
বিশ্বনাথ সাহা শুধু তার ছেলের বিরুদ্ধেই নয়, তার বোন ও সাঁইথিয়া পৌরসভার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘ওদের আগে শুধু একটা মিষ্টির দোকান ছিল। বাকি সব সম্পত্তি দুর্নীতি করে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইডির রেড করার দরকার আছে। প্রচুর সম্পত্তি করেছে মায়া সাহা। ইডি জানে না, ওর একটা লজ আছে। আবার ম বাজার করেছে। মায়া সাহার বাড়ির পিছনে আমার জায়গা বেনামে কিনে রেখেছে।’
অন্যদিকে, মায়া সাহা তার ভাই বিশ্বনাথ সাহার অভিযোগ ভুল বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘জীবন আমার ভাইপো, রক্তের সম্পর্ক। তবে ও কী করেছে না করেছে, সেটা তো আমি বলতে পারব না। ইডি এসে সব দেখল, তল্লাশি করল, কিন্তু কিছু পায়নি, খুব আনন্দ হলো।’
প্রসঙ্গত, এসএসসি নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে ইডি গ্রেপ্তার করেছে এবং তাকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।