ছুটির ডালি নিয়ে এলো ২০২৬! বছরের শুরুতেই দেখে নিন ক্যালেন্ডার, ট্যুর প্ল্যান হবে ফাটাফাটি!

আজ ১ জানুয়ারি, ২০২৬। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। যখন সবাই বন্ধু-বান্ধব আর পরিবার নিয়ে বছরের প্রথম দিনটি উদযাপনে ব্যস্ত, তখন আপনার জন্য আমরা নিয়ে এসেছি ২০২৬ সালের পূর্ণাঙ্গ ছুটির তালিকা। এই তালিকা দেখে নিলেই আপনি বুঝে যাবেন, ঠিক কবে অফিসের বসের কাছে ছুটির আবেদন করতে হবে আর কবেই বা বেরিয়ে পড়তে হবে পাহাড়ে বা সমুদ্রে।

জানুয়ারি মাসেই প্রথম সুযোগ: ২০২৬ সালে প্রথম জাতীয় ছুটি আসছে ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে। এবার এই দিনটি পড়েছে সোমবার। অর্থাৎ শনি ও রবিবারের সাথে সোমবার মিলিয়ে ৩ দিনের একটি চমৎকার উইকেন্ড আপনি পেয়ে যাচ্ছেন।

মার্চের দোল উৎসব ও রাম নবমী: ৪ মার্চ (বুধবার) পালিত হবে হোলি বা দোলযাত্রা। আপনি যদি সোম ও মঙ্গলবার ছুটি ম্যানেজ করতে পারেন, তবে টানা ৫ দিনের মেগা ভ্যাকেশন আপনার হাতের মুঠোয়। এছাড়া ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাম নবমী এবং ৩১ মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী থাকায় মার্চের শেষেও ছোট সফরের সুযোগ থাকছে।

এপ্রিল ও মে মাসে লম্বা উইকেন্ড: ৩ এপ্রিল গুড ফ্রাইডে। শুক্র, শনি ও রবি—এই তিনদিন অনায়াসেই কোথাও ঘুরে আসা যায়। এরপর ১ মে বুদ্ধপূর্ণিমাও পড়েছে শুক্রবার। ফলে মে মাসের শুরুতেই থাকছে ৩ দিনের ছুটি।

অগাস্ট ও অক্টোবরের উৎসব: ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পড়েছে শনিবার। এর সাথে রবিবার যোগ করে নিতে পারেন। তবে আসল ধামাকা থাকছে অক্টোবরে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পড়েছে শুক্রবার। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে ১৭ অক্টোবর (মহাষষ্ঠী), যা শেষ হবে ২১ অক্টোবর (বিজয়া দশমী)। এই সময়টাতে এক সপ্তাহের লম্বা ছুটি নিয়ে কাশ্মীর বা কেরল ঘুরে আসাই যায়।

বছরের শেষার্ধ: ৮ নভেম্বর দীপাবলি রবিবার পড়লেও ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী পড়েছে মঙ্গলবার। ফলে সোমবার একটি ছুটি নিলেই কেল্লাফতে! আর বছরের শেষে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর তো রয়েছেই ক্রিসমাস ও নিউ ইয়ার ভ্যাকেশনের জন্য।

এছাড়াও সরস্বতী পূজা ও জন্মাষ্টমীর মতো আঞ্চলিক ছুটিগুলো তো আছেই। তাই দেরি না করে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন আর এখনই বুক করে ফেলুন আপনার পছন্দের হোটেল বা টিকিট!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy