খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন মোদী, পাশে থাকার বার্তা ভারতের! প্রধানমন্ত্রীর টুইট ঘিরে জল্পনা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ‘এক্স’ (পূর্বের টুইটার) হ্যান্ডেলে মোদী শুধু আরোগ্য কামনাই করেননি, যেকোনো প্রয়োজনে ‘সকল সম্ভাব্য সহায়তা’ প্রদানের জন্য ভারত প্রস্তুত বলেও বার্তা দিয়েছেন। মোদীর এই বার্তা দুই দেশের কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

মোদী ঠিক কী বলেছেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন:

“@narendramodi · বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা। ভারত আমাদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক।”

মোদী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের জনজীবনে তাঁর অবদানের কথা স্বীকার করেছেন।

হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি

এদিকে, বাংলাদেশের প্রথম আলো পত্রিকার খবর অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা গেছে। এক সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালের এইচডিইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট)-তে চিকিৎসাধীন তিনি। গতকাল রবিবার তিনি সামান্য নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়া দিয়েছেন।

  • ঝুঁকিমুক্ত নন: চিকিৎসকদের মতে, এই উন্নতি সামান্য হলেও তিনি এখনো ঝুঁকিমুক্ত নন। লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস এবং শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা সামলে তাঁকে বিশেষ সতর্কতায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • বিদেশে যাওয়ার স্থিতিশীলতা আসেনি: মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে বিদেশে যাওয়ার মতো স্থিতিশীলতা এখনো আসেনি। চিকিৎসকদের প্রাথমিক লক্ষ্য হলো তাঁকে ধীরে ধীরে বিমানযাত্রার জন্য শারীরিকভাবে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেগম জিয়ার অবস্থা এখনো ‘অত্যন্ত সংকটজনক’। ২৩ নভেম্বর রাতে ফুসফুসে সংক্রমণ নিয়ে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy