খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে আসা এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে ট্রেনেই নিখোঁজ হয়েছেন ১৯ বছর বয়সী এই ছাত্র, যার নাম অর্জুন পাটিল। এই ঘটনায় তার বাবা-মা ভীষণ ভেঙে পড়েছেন এবং রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কী ঘটেছিল?
গত ২০শে আগস্ট মহারাষ্ট্রের জলগাঁও থেকে অর্জুন তার বাবা-মা’র সঙ্গে মুম্বাই-হাওড়া শালিমার এক্সপ্রেসে করে খড়গপুরের উদ্দেশে রওনা হন। ট্রেনটি যখন খড়গপুর পৌঁছাতে দুই ঘণ্টা বাকি, তখন ঝাড়খণ্ডের চাকুলিয়ার কাছে অর্জুন টয়লেটে যাওয়ার কথা বলে কামরা থেকে বের হন। ১৫-২০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও সে ফিরে না আসায় বাবা-মা তাকে খুঁজতে শুরু করেন। কিন্তু ট্রেনের কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরিবারের অভিযোগ
খড়গপুরে নেমেও ছেলেকে খুঁজে না পেয়ে তারা চাকুলিয়াতে ফিরে যান এবং সেখানে রেল পুলিশের কাছে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। অর্জুনের বাবা রবীন্দ্র কুমার পাটিল এবং মা মমতা পাটিল জানান, টয়লেটে যাওয়ার আগে অর্জুন তার মোবাইল ফোন চার্জে দিয়ে গিয়েছিল। তার কাছে কোনো টাকা-পয়সাও ছিল না। এর ফলে তার সঙ্গে যোগাযোগ করা বা তাকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। রেল পুলিশ ছাত্রটিকে খুঁজে বের করার চেষ্টা করছে।