কীভাবে শুরু হল প্রিয়ার সঙ্গে প্রেমপর্ব?‌ মুখ খুললেন রিঙ্কু সিং

কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির তরুণ সাংসদ প্রিয়া সরোজ সম্প্রতি বাগদান সেরেছেন। ক্রিকেট ও রাজনীতির এই দুই ভিন্ন জগতের মানুষের প্রেমের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিঙ্কু নিজেই এক সাক্ষাৎকারে তাদের সম্পর্কের শুরুর দিনগুলোর কথা জানিয়েছেন।

রিঙ্কু সিং জানান, প্রিয়ার সঙ্গে তার পরিচয় হয় ইনস্টাগ্রামে। ২০২২ সালে কোভিড মহামারীর সময় তার বোনের একটি পোস্টে প্রিয়ার ছবি দেখে তিনি মুগ্ধ হন। রিঙ্কু বলেন, “প্রথম দেখাতেই ওকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। ভেবেছিলাম মেসেজ করব, কিন্তু দ্বিধা করছিলাম।”

এরপর প্রিয়া যখন তার কিছু ছবিতে লাইক দেন, তখন রিঙ্কু সাহস করে প্রিয়াকে মেসেজ করেন। সেখান থেকেই তাদের কথা শুরু হয়। রিঙ্কু জানান, ২০২২ সাল থেকেই তিনি প্রিয়াকে ভালোবাসেন, কিন্তু মনের কথা জানাতে একটু সময় লেগেছিল। তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে প্রিয়ার মতো একজন মানুষকে তিনি জীবনে পেয়েছেন।

রিঙ্কু বলেন, সম্পর্কের শুরুতে তাদের মধ্যে অনেক গল্প হতো। তবে এখন তাদের কথা অনেক কমে গেছে, কারণ প্রিয়া এখন একজন সাংসদ। রিঙ্কু বলেন, “ও এখন খুব ব্যস্ত থাকে। গ্রামের মানুষের জন্য কাজ করে, সংসদে যেতে হয়। সারাদিন তার অনেক ব্যস্ততা থাকে। তাই আমাদের এখন আর তেমন গল্প হয় না, রাতে যা একটু কথা হয়।”

চলতি বছরের জুন মাসে লখনউতে তাদের বাগদান হয়েছে। শুরুতে নভেম্বর মাসে বিয়ের কথা থাকলেও, এশিয়া কাপ এবং ঘরোয়া ক্রিকেটের কারণে তাদের বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy