মাসখানেক আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলেও, এখনও কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পড়ুয়া ও অভিভাবকরা। অ্যাডমিশন পোর্টাল কবে থেকে চালু হবে, তা নিয়ে নানা জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি পড়ুয়াদের আশ্বস্ত করে বলেছেন যে, অ্যাডমিশন পোর্টাল সঠিক সময়েই খুলবে এবং কোনও দেরি হয়নি।
গত ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। কিন্তু তারপরও অ্যাডমিশন পোর্টাল না খোলায় অনেকেই চিন্তিত ছিলেন। এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “কোনো দেরি হয়নি তো। গতবার কবে অনলাইন পোর্টাল খুলেছিল? গতবার অনলাইন পোর্টাল খুলেছিল ১৯ জুন। ফলে আমাদের দেরি হয়নি। ১৯ জুনের আগেই এবার পোর্টাল খুলবে। ছাত্রদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।” প্রসঙ্গত, গত বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল ৮ মে। সেই হিসেব ধরেই শিক্ষামন্ত্রী বোঝালেন যে, ভর্তি প্রক্রিয়া শুরুতে কোনো দেরি হয়নি। তিনি আরও জানান, “পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি রয়েছে। যেহেতু আমাদের দেরি হয়নি, ধরে রাখতে পারেন, সাতদিনের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে।”
ওবিসি সংরক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর অবস্থান
হাইকোর্টের নির্দেশে ২০১০ সাল থেকে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল হওয়ায় কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের রূপরেখা কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষা দফতরকে চিঠি দিয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় ওবিসি সংরক্ষণ নিয়ে নির্দিষ্ট কোনো উত্তর পায়নি। ওবিসি সংরক্ষণ কত শতাংশ হবে এবং কারা এই সংরক্ষণে ভর্তি হতে পারবেন, এ নিয়ে শিক্ষা দফতরের কাছে কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সব নিয়মমাফিক হবে। সেটা আপনারা দেখতে পাবেন। বেআইনি তো আমরা কিছু করব না। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, সেভাবেই হবে। নিয়মের বাইরে গিয়ে তো কিছু করব না।” শিক্ষামন্ত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট যে, সরকার হাইকোর্টের নির্দেশ মেনে আইনানুগ পথেই ওবিসি সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে।
শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর আশা করা হচ্ছে, দ্রুতই অ্যাডমিশন পোর্টাল চালু হবে এবং পড়ুয়ারা তাদের পছন্দের কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ওবিসি সংরক্ষণ নিয়েও সরকার শীঘ্রই একটি স্পষ্ট নির্দেশিকা জারি করবে বলে আশা করা হচ্ছে, যাতে ভর্তি প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।