কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে বিজেপির জয়জয়কার! ১০টির মধ্যে ৭টি আসনেই বাজিমাত জাতীয়তাবাদী প্যানেলের

কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে এবার ভারতীয় জনতা পার্টির (BJP) জয়জয়কার। মোট ১০টি আসনের মধ্যে ৭টি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট-সহ মোট সাতটি গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে বিজেপি লিগ্যাল সেল সমর্থিত জাতীয়তাবাদী প্যানেল

বিজয়ী প্রার্থীদের তালিকা:

জাতীয়তাবাদী প্যানেলের ১০ জন প্রার্থীর মধ্যে যে ৭ জন জয়লাভ করেছেন, তাঁদের নাম নিচে দেওয়া হলো:

  • সভাপতি (President): কল্লোল মণ্ডল

  • সহ-সভাপতি (Vice-President): অনিন্দ্য বসু

  • সাধারণ সম্পাদক (General Secretary): অরুণ কুমার উপাধ্যায়

  • সহকারী সম্পাদক (Assistant Secretary): মধু জানা

  • কোষাধ্যক্ষ (Treasurer): বিজিতেশ মুখোপাধ্যায়

  • কমিটির সদস্য (Committee Members): ঐশ্বরিয়া রাজ্যশ্রী ও পূজা সোনকার (২ জন)

শুভেন্দু অধিকারীর অভিনন্দন ও বার্তা

এই ফলাফলে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স (X) বার্তায় জয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এই ফলাফল আইনজীবীদের পেশাদারিত্ব এবং জাতীয়তাবাদের অটুট চেতনার জয়। আমি সদস্যদের এই প্রার্থীদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, এই দল আইনজীবীদের কল্যাণার্থে এবং বারের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ও পশ্চিমবঙ্গে ন্যায়বিচারের কণ্ঠকে শক্তিশালী করার জন্যে অক্লান্ত পরিশ্রম করবে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই।”

হাইকোর্ট চত্বরে উচ্ছ্বাস

বিজেপি সমর্থিত প্যানেলের এই জয়ে হাইকোর্ট চত্বরে উচ্ছ্বসিত আইনজীবীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। বিজেপি সমর্থিত আইনজীবীরা এদিন ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। ‘বিজেপি, বিজেপি’ ধ্বনিতে মুখরিত হয় হাইকোর্ট চত্বর। এই জয়কে কলকাতা বারে নিজেদের প্রভাব তৈরির পথে বিজেপির একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy