রবিবার সকালে উলুবেড়িয়ার পানপুর মোড়ে কলকাতা-চেন্নাই জাতীয় সড়কের ব্যস্ত অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সীমা দত্ত, বয়স ৩৮ বছর। তিনি স্বামী মাধব দত্ত এবং মেয়ে সহ বাইকে চড়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাঁদের মূল বাড়ি ঝাড়গ্রামের সাঁকরাইলে হলেও তাঁরা লিলুয়ায় বসবাস করতেন।
স্বামী-মেয়ের সামনেই ঘটল দুর্ঘটনা
প্রাথমিক তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পরিবারটি সকালে ঝাড়গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুর্ঘটনার সময় বাইকে তিনজনই আরোহণ করে ছিলেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা: স্থানীয়রা জানান, পানপুর মোড়ের কাছে হঠাৎ করেই একটি দ্রুতগতিতে আসা ডাম্পার বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কায় সীমা দত্ত বাইক থেকে ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পান।
মৃত্যু: সঙ্গে সঙ্গে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
🚗 যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা ডাম্পারটিকে আটক করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন।
পুলিশ জানিয়েছে, আহত স্বামী ও মেয়েকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ডাম্পার চালক নিয়ন্ত্রণ হারাল বা চালকের গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় সড়কের মতো ব্যস্ত অংশে এই ধরনের ঘটনায় ট্রাফিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।