কলকাতার ব্রিগেডে ঐতিহাসিক ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ৫ লাখ ভক্তের অংশগ্রহণে তৈরি হলো ভারতের বৃহত্তম গণ-পাঠের রেকর্ড

রবিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় এক বিশাল “লক্ষ কণ্ঠে গীতা পাঠ” অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি অনুযায়ী, প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ভক্ত একযোগে শ্রীমদ্ভগবদ্গীতার গণ পাঠে অংশগ্রহণ করেন, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত অনুষ্ঠিত বৃহত্তম গীতা পাঠের রেকর্ড সৃষ্টি করেছে।

উপস্থিত ছিলেন বাবা রামদেব, ধীরেন্দ্র শাস্ত্রী

এই ঐতিহাসিক আধ্যাত্মিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মভূষণ সাধ্বী ঋতাম্বরা। এছাড়াও, বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যোগগুরু বাবা রামদেব, মহামণ্ডলেশ্বর স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী এবং স্বামী জ্ঞানানন্দ জি মহারাজ সহ দেশজুড়ে বিভিন্ন মঠ ও আশ্রমের শত শত সাধু-ঋষি এই অনুষ্ঠানে যোগ দেন।

সকাল ৯টায় শুরু হওয়া এই আধ্যাত্মিক উৎসব দুপুর ১২:৩০ পর্যন্ত চলে। “হরে কৃষ্ণ, হরে রাম” মন্ত্র এবং গীতার পবিত্র শ্লোকে সমগ্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মুখরিত হয়ে ওঠে, এক অভূতপূর্ব ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

আয়োজকদের পক্ষ থেকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা কেউই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সনাতন সংস্কৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় এর আগে নবদ্বীপ, শিলিগুড়ি এবং কলকাতায় সফলভাবে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে কলকাতা পুলিশ এই বিশাল আয়োজনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy