অপরাধ কমাতে এবং মানুষকে দ্রুত পুলিশি সেবা দিতে মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে একটি নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ এই ফাঁড়ির উদ্বোধন করেন।
কেন এই উদ্যোগ?
সুন্দরপুর গ্রামটি নদীর কাছে অবস্থিত এবং বেশ কিছুদিন ধরে এখানে রাজনৈতিক অস্থিরতা ও অপরাধ বেড়ে গিয়েছিল। বোমাবাজি, খুন এবং নানা ধরনের অসামাজিক কাজকর্মের কারণে এলাকার মানুষ ভয়ে থাকতেন। এই পরিস্থিতি সামলাতে প্রায়ই পুলিশ পাঠাতে হতো। তাই এবার জেলা পুলিশ সাধারণ মানুষের কথা ভেবে এই নতুন ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
ফাঁড়িতে কী থাকবে?
জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, এই পুলিশ ফাঁড়িতে একজন অফিসার এবং ৯ জন পুলিশকর্মী থাকবেন। এখানে সাধারণ ডায়েরি (GD) করা থেকে শুরু করে এফআইআর (FIR) দায়ের করাসহ সব ধরনের পুলিশি পরিষেবা পাওয়া যাবে। এর ফলে এলাকার মানুষ যেকোনো সমস্যায় দ্রুত পুলিশের সাহায্য নিতে পারবেন।
সুন্দরপুরের বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন, এর ফলে তাদের এলাকায় অপরাধ অনেক কমে যাবে।