ঐতিহাসিক মুহূর্ত! মোহামেদ ইউনুসের ছবি-সহ ‘অসুর’ পোস্ট, হারুণ অল রসিদের এক্সবার্তায় সমর্থন জানালেন তথাগত রায়!

দুর্গাপূজার উৎসবের মাঝেই কলকাতায় তৈরি হওয়া একটি বিশেষ থিমকে কেন্দ্র করে রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক তৈরি হলো। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহামেদ ইউনুস-এর ছবি দিয়ে দুর্গাপুজোয় অসুর তৈরি করার ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের লেখক ও প্রাক্তন কূটনীতিবিদ হারুণ অল রসিদ। তাঁর এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

হারুণ অল রসিদ তাঁর ‘এক্স’ (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে ইউনুসের ছবি-সহ একটি পোস্ট করেন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

‘বাঙ্গালির ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক’
বাংলাদেশের এই লেখক তাঁর এক্সবার্তায় ইউনুসকে ‘অসুর’ বলে অভিহিত করেছেন এবং ইউনুসকে অসুর হিসাবে নির্মাণ করার এই ঘটনাকে ‘ঐতিহাসিক ব্যাপার’ বলে উল্লেখ করেছেন। হারুণ অল রসিদ লেখেন:

“অসুর ইউনুস। হিন্দুরা বাংলাদেশের জন্য আবার একটা উপকার করল। কলকাতার দুর্গাপূজায় এবার ইউনুসকে অসুর বানিয়েছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। কিন্তু সাম্প্রদায়িক ঘৃণাযুক্ত মানুষ অনুধাবন করতে পারল না। এতেতো কারও কোনও সন্দেহ নাই যে ইউনুস বাঙ্গালির জাতীয় ও নৃতাত্বিক ইতিহাসে সবচেয়ে ঘৃণিত জীব। কলকাতার হিন্দুদের এই কাজটির ঐতিহাসিক মূল্য অসীম।”

তিনি আরও লেখেন, “ইতিহাসের বইতে লেখা থাকবে এ ভাবে: ইউনুস যে বাঙ্গালির ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক সেই বিষয়টা প্রথম উঠে আসে, বাংলাদেশে নয়, ২০২৫ সালের দুর্গাপূজায়, ভারতে। কলকাতায় প্রথম তাকে অসুর হিসাবে নির্মাণ করা হয়।”

সমর্থন জানালেন তথাগত রায়
বাংলাদেশের এই লেখকের পোস্টটি নিজের এক্স হ্যান্ডেলে ছড়িয়ে দিয়ে তাঁর বক্তব্যে সমর্থন জানিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।

নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহামেদ ইউনুস বাংলাদেশের রাজনীতিতে এবং সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন নিয়ে বহুবার বিতর্কের কেন্দ্রে এসেছেন। এই পরিস্থিতিতে কলকাতার দুর্গাপূজায় তাঁর অসুর রূপ নিয়ে বিতর্ক নতুন মাত্রা যোগ করল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy