এসআইআর চলাকালীন ড্রেন থেকে উদ্ধার বিপুল সংখ্যক ভোটার কার্ড! নদিয়ার নবদ্বীপে চাঞ্চল্য, শুরু রাজনৈতিক চাপানউতর

নদিয়া জেলার নবদ্বীপে ভোটার তালিকা সংশোধনের (SIR) আবহে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে এই নথিগুলো উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া কার্ডগুলোর সত্যতা যাচাই শুরু করেছে।

কেন এই ঘটনা চাঞ্চল্যকর?

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উদ্ধার হওয়া কার্ডগুলোর নাম-ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গেই মিলে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাঁদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে। ফলে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড কীভাবে রাস্তায় এল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এই কার্ডগুলো ফেলে যাওয়ার উদ্দেশ্য বা পরিকল্পনাই বা কী, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

শহরের ব্যস্ত হাসপাতাল রোডের মতো জায়গায় এমন গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে থাকায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

রাজনৈতিক চাপানউতর:

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চাপানউতর।

বিজেপির অভিযোগ: বিজেপি নেতা তাপস ঘোষ দাবি করেছেন, এসআইআর আবহে অনিয়মের যে আশঙ্কা তাঁরা আগেই তুলেছিলেন, এই উদ্ধার তারই প্রমাণ। তিনি বলেন, “তৃণমূল ভয় দেখাতে গিয়ে কার্ড চুরির পথ নিচ্ছে।”

তৃণমূলের পালটা দাবি: নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস (তৃণমূল) অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “এতে তৃণমূলের কোনো ভূমিকা নেই। বরং এটি বিজেপির চক্রান্ত।” পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন।

উদ্ধার হওয়া কার্ডগুলি আসল না নকল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই কার্ডগুলো ফেলে যাওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, নাকি অন্য কোনো রহস্য, তা তদন্তসাপেক্ষ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy