এসআইআর আতঙ্কে বাংলা ছাড়ার হিড়িক! হাকিমপুর চেকপোস্টে দলে দলে বাংলাদেশে ফেরার জন্য ভিড় অনুপ্রবেশকারীদের

পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার জেরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে সীমান্ত এলাকায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে ফের ভিড় জমিয়েছেন বহু অনুপ্রবেশকারী। তাদের মধ্যে দলে দলে বাংলাদেশে (Bangladesh) ফেরার হিড়িক দেখা যাচ্ছে।

SIR আতঙ্কে পলায়ন?

স্থানীয় সূত্রে খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া অর্থাৎ SIR (Special Intensive Revision) শুরু হওয়ার পর থেকেই বহু মানুষ আতঙ্কে ভুগছেন। এই প্রক্রিয়ায় নিজেদের সঠিক নথিপত্র এবং আবাসিক প্রমাণ দিতে না পারার আশঙ্কাতেই তাঁরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে ফিরে যেতে চাইছেন।

হাকিমপুর চেকপোস্টের সামনে ছোট ছোট দলে বহু অনুপ্রবেশকারীকে তাদের পরিবার নিয়ে জমায়েত হতে দেখা গেছে। তাদের কাছে থাকা ব্যাগ-প্যাকে ছিল শুধু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। তাদের বাংলাদেশে ফেরার অনুমতি দেওয়ার জন্য তারা সীমান্তের নিরাপত্তারক্ষীদের কাছে আবেদন জানাচ্ছে বলে খবর।

রাজনৈতিক জল্পনা

রাজ্য বিজেপির পক্ষ থেকে সম্প্রতি অভিযোগ করা হয়েছিল যে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই আবহে, অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার এই হিড়িক সেই জল্পনা আরও বাড়িয়ে তুলেছে।

অনেকেরই ধারণা, ভোটার তালিকায় নাম বাদ পড়ার বা চিহ্নিত হওয়ার আশঙ্কাতেই তারা তাড়াহুড়ো করে দেশ ছাড়তে চাইছে। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত মন্তব্য করা হয়নি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy