ফুচকা খেতে গিয়ে চরম বিপদে পড়লেন উত্তরপ্রদেশের ঔরাইয়ার এক মহিলা। একটি ফুচকা একবারে মুখে ঢোকাতে গিয়ে হঠাৎ অতিরিক্তভাবে মুখ খুলে ফেলেন তিনি, আর তাতেই তাঁর চোয়াল সরে গিয়ে মুখ খোলা অবস্থায় আটকে যায়।
ফুচকা খেতে গিয়েই বিপত্তি
রবিবার রাতে ঘটনাটি ঘটে। ওই মহিলা, ইনকলা দেবী, তাঁর পরিবারের সঙ্গে একটি হাসপাতালের কাছে থাকছিলেন, কারণ পরিবারের একজন সদস্যের প্রসবের সময় হয়েছিল। সন্ধ্যায় বাচ্চারা খিদে পাওয়ায় পরিবারটি নিকটবর্তী একটি ফুচকার স্টলে যায়। ইনকলা দেবীও তাঁদের সঙ্গে ফুচকা খাচ্ছিলেন।
এই ঘটনার বর্ণনা দিয়ে তাঁর এক আত্মীয় বলেন, “দিদি বড় একটা ফুচকা খেতে মুখ খুলতেই হঠাৎ চোয়াল নেমে গিয়ে আর বন্ধ হচ্ছিল না। মুখ একদম খোলা অবস্থায় আটকে থাকায় আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”
চিকিৎসকদের প্রাথমিক ব্যর্থতা ও তারপরের চিকিৎসা
ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে, প্রথমে কাছাকাছি একটি মেডিক্যাল সেন্টারের চিকিৎসকেরা সমস্যার সমাধান করতে পারেননি। তাঁরা প্রাথমিক চিকিৎসা দেন এবং হাতে করে চোয়ালটি ঠিক করার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। এরপর অসহায় পরিবার ইনকলা দেবীকে দ্রুত আরও বড় একটি হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়।
পরে তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা সফলভাবে তাঁর চোয়াল সঠিক স্থানে বসাতে সক্ষম হন। তবে পরিবার জানিয়েছে, এখনও তিনি ব্যথায় ভুগছেন।
চিকিৎসকদের ব্যাখ্যা
চিকিৎসকেরা এই ঘটনার কারণ ব্যাখ্যা করে বলেন, অত্যধিক বড় খাবার একবারে মুখে ঢোকানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎ অতিরিক্তভাবে মুখ খুলে ফেললে চোয়াল তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যেতে পারে। এটি এক ধরনের চোয়াল স্থানচ্যুতি বা ‘ডিসলোকেশন’।