দিল্লি এবং বিহারের বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বছরের শেষলগ্নে তিন দিনের সফরে বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাত থেকেই তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। অসম সফর শেষ করে সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নামার পর তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দর থেকেই সরাসরি সল্টলেকের বিজেপি অফিসে গিয়ে কোর কমিটির নেতাদের সঙ্গে প্রাথমিক শলাপরামর্শ সেরে নেন তিনি।
কী থাকছে শাহের রোডম্যাপে? মঙ্গল ও বুধবার শাহের কর্মসূচি অত্যন্ত ঠাসা। মঙ্গলবার তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জেলা স্তরের নেতা থেকে শুরু করে সাংসদ ও বিধায়কদের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করবেন। বর্তমানে রাজ্যে যে ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR) চলছে, তা নিয়ে দলের রণকৌশল কী হবে, সেই নির্দেশও তিনি দেবেন বলে মনে করা হচ্ছে। এরপর তাঁর কলকাতা ইসকন মন্দিরে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি যেতে পারেন আরএসএস (RSS)-এর কার্যালয়ে, যেখানে অভিজ্ঞ কার্যকর্তাদের সঙ্গে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি।
সংগঠন মজবুত ও হিন্দুত্বে শান: রাজনৈতিক মহলের মতে, অমিত শাহের এই সফর নিছকই সাংগঠনিক নয়, বরং ২০২৬-এর যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়া। বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের মণ্ডল সভাপতিদের সঙ্গে একটি বড় সভায় যোগ দিতে পারেন শাহ। অনুপ্রবেশ ইস্যু এবং হিন্দুত্বকে ঢাল করে বিজেপি যে আগামী নির্বাচনে এগোতে চাইছে, শাহের এই সফর তারই ব্লু-প্রিন্ট তৈরি করবে। বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে তার প্রভাব নিয়ে শাহের বার্তা বিজেপি কর্মীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।
জানুয়ারির প্রথম সপ্তাহেই শাহ পাড়ি দেবেন তামিলনাড়ু ও কেরলে। তবে তার আগে বাংলার মাটি থেকে শাহ কী টোটকা দিয়ে যান, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। (রিপোর্টার: মিলটন পাল)