ইরান থেকে অপহৃত পাঞ্জাবের ৩ যুবককে উদ্ধার, স্বস্তির নিঃশ্বাস ফেলল পরিবার

দীর্ঘ তিন মাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে স্বস্তির খবর। ইরান থেকে অপহৃত পাঞ্জাবের তিন যুবক হুসনপ্রীত সিং, যশপাল সিং এবং অমৃতপাল সিংকে ইরান পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার পাচারকারীদের হাত থেকে তাঁদের মুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এই তিন যুবক অস্ট্রেলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে পাঞ্জাবের এক এজেন্টের মাধ্যমে রওনা দিয়েছিলেন। দুবাই হয়ে ইরান পৌঁছানোর কথা ছিল তাঁদের। কিন্তু তেহরান বিমানবন্দরে পা রাখার পর থেকেই তাঁদের কোনো খোঁজ মিলছিল না। এর কিছুদিন পরেই তাঁদের পরিবারের কাছে ফোন আসে এবং ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ভারতীয় দূতাবাসের তৎপরতা
অপহরণকারীদের ফোন পেয়ে পাঞ্জাবের ওই তিন যুবকের পরিবার তাৎক্ষণিকভাবে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে। খবর পাওয়ামাত্র তেহরানের ভারতীয় দূতাবাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ইরান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। ইরান সরকারের তৎপরতায় শেষপর্যন্ত তিন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত ২৯ মে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ইরান সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং হুসনপ্রীত সিং, যশপাল সিং এবং অমৃতপাল সিংকে দ্রুত খুঁজে বের করার প্রচেষ্টা চলছে। অবশেষে সেই প্রচেষ্টা সফল হলো এবং পাচারকারীদের হাত থেকে যুবকদের উদ্ধার করা গেল।

অপহৃতদের উদ্ধারের ক্ষেত্রে তেহরানের ভারতীয় দূতাবাস যেভাবে তৎপরতার সঙ্গে কাজ করেছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক পাচার চক্রের বিপদ এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে সচেতনতার গুরুত্ব আবারও তুলে ধরল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy