সোমবার ভারতীয় শেয়ার বাজার কিছুটা আশার আলো দেখালেও, মঙ্গলবার ফের ধাক্কা খেল। বাজার খোলার পর থেকেই সেনসেক্স এবং নিফটি ৫০-এ বড়সড় পতন দেখা যায়। বেলা ১০টা বাজার সঙ্গে সঙ্গেই সেনসেক্স প্রায় ৬০০ পয়েন্ট নেমে যায় এবং নিফটিও প্রায় ১ শতাংশের কাছাকাছি পড়ে যায়। এই পতনের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আগামীকাল, অর্থাৎ ২৭ আগস্ট থেকে কার্যকর হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বা ‘ট্রাম্প-ট্যারিফ’।
সূচকের হাল
মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে সেনসেক্স প্রায় ৬৫৮ পয়েন্ট নেমে গেলেও ৮১০০০-এর উপরে ছিল। অন্যদিকে, নিফটি ৫০ প্রায় ১৯৮.৫৫ পয়েন্ট কমে ২৪৭৬৯ পয়েন্টে এসে ঠেকে। ব্যাঙ্ক নিফটিতেও বড় পতন দেখা যায়, যা ৫৬৮ পয়েন্ট কমে যায়।
পতনের বাজারেও লাভের মুখ দেখছে কারা?
যখন অধিকাংশ স্টক পতনের মুখে, তখন কিছু কিছু কোম্পানি সামান্য হলেও লাভ করছে। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, নেসলে, সুইগি, হিন্দুস্তান ইউনিলিভার-এর মতো কোম্পানিগুলো সামান্য হলেও গতি ধরে রেখেছে। এছাড়াও, ওলা ইলেকট্রিক মোবিলিটি প্রায় ৪ শতাংশ বেড়েছে। এসজেভিএন, ওয়্যার ইঞ্জিনিয়ার্স এবং পিভিআর-এর স্টকেও ভালো ফল দেখা গেছে।
সবচেয়ে বেশি ধাক্কা খেল কোন স্টক?
এই পতনের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জাইডাস (সাড়ে ৩ শতাংশ পতন), সিমেন্স (২ শতাংশ পতন) এবং সান ফার্মা (২.৪৭ শতাংশ পতন)-এর মতো কোম্পানির। এছাড়াও, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, টিসিএস, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এসবিআই-এর মতো বড় স্টকগুলোতেও নেতিবাচক প্রভাব পড়েছে। নিফটি ফার্মা, নিফটি হেলথকেয়ার এবং নিফটি রিয়েলটি-এর মতো ক্ষেত্রগুলোতেও প্রবল ধাক্কা লেগেছে।
কেন এই পতন?
ওয়েলথমিলস সিকিউরিটিজের ইকুইটি স্ট্র্যাটেজি ডিরেক্টর ক্রান্তি বাথিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে বাজার কিছুটা দ্বিধাগ্রস্ত। এই শুল্কের ফলে রত্ন, গয়না এবং বস্ত্রশিল্পের মতো ক্ষেত্রগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার দিকে তাকিয়ে আছেন, যেখানে এই শুল্কের বিষয়ে আলোচনা হওয়ার কথা।
(বিশেষ দ্রষ্টব্য: এই খবরটি শুধুমাত্র তথ্য ও সচেতনতার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে যেকোনো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।)