মালদার সামসিতে বিএলএ-২ কর্মীদের সভায় তৃণমূল নেতা রহিম বক্সির (Rahim Boxi) বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকাশ্য সভা থেকে তিনি সরাসরি বিজেপি নেতাদের জুতো দিয়ে মারার নিদান দিয়েছেন। এর পাশাপাশি, রোহিঙ্গা বা বাংলাদেশি থাকার যে অভিযোগ বিজেপি করে থাকে, তা সম্পূর্ণ অস্বীকার করেছেন এই তৃণমূল নেতা।
রহিম বক্সির বিস্ফোরক মন্তব্য
মালদার সামসিতে কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা রহিম বক্সি আক্রমণাত্মক হয়ে ওঠেন। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি বলেন:
“বিজেপি নেতারা আমাদের নিয়ে যে সব কথা বলছেন, তার জন্য জুতো দিয়ে মারা উচিত তাঁদের।”
এর আগে বিজেপি প্রায়শই মালদা ও সীমান্তবর্তী অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে এসেছে। রহিম বক্সি সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেন। তিনি দাবি করেন, তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে রোহিঙ্গা বা বাংলাদেশি কেউ নেই।
পাল্টা কটাক্ষ বিজেপির
তৃণমূল নেতার এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপি নেতারা রহিম বক্সির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।
বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে যে, তৃণমূল নেতারাই রাজ্যে অশান্তি এবং হিংসার রাজনীতিকে উস্কানি দিচ্ছেন। এই ধরনের ভাষা একটি রাজনৈতিক দলের নেতার পক্ষে শোভনীয় নয়। বিজেপির দাবি, রহিম বক্সির এই মন্তব্য তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি এবং চরম হতাশার প্রতিফলন।
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতার এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে মালদা জেলার রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।